আজ সকাল থেকেই সিঙ্গুর রতনপুরের সমস্ত আলুর কোলেস্টোরেজে পাইকারি একেবারেই সচল হয়েছে। বাজারে যাতে আলুর সংকট মোচন যায় তাই নিয়ে উদ্যত প্রগতিশীল আলু ব্যবসায়ী।
আরও পড়ুন- সবার কাছে তিনি প্রাণের মানুনষ! জেলা জুড়ে তিনি যেন গরীবের ভগবান! চেনেন এই মানুষটিকে?
কর্মবিরতি প্রত্যাহার হলেও কেন দাম কমল না আলুর? খুচরো ব্যবসায়ীদের দাবী বেশি দামে কিনতে হচ্ছে তাই এখনও বাজারে দাম ঊর্ধ্বমুখী। আলু সরবরাহ বন্ধ থাকবে ঘোষণা হতেই আলুর দাম কিলো প্রতি দু টাকা বাড়িয়ে দিয়েছিল ব্যবসায়ীরা। সেই দাম এখনই কমবে না বলে মনে করছেন খুচরো বিক্রেতারা। স্বভাবতই দাম বেশি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতাদের।
advertisement
শীত কালীন সব্জির দাম এখনো নাগালে আসেনি তার মধ্যে আলুর দাম বেশি থাকায় কাঁচা আনাজ কিনতে বাজেটে টান পরছে মধ্যবিত্তের।এই বিষয়ে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন সাধারন মানুষের কথা ভেবে তারা কর্মবিরতি প্রত্যাহার করে আলু সরবরাহ স্বাভাবিক করছেন। হিমঘর আলুর আরত গুলো থেকে বস্তা লোড করে আজ রাতেই বাজারে পৌঁছাবে আলু।
আরও পড়ুন- ঝড়ের বেগে চলছে গাড়ি! রাস্তায় অন্ধকারে হঠাৎ সামনে ওটা কী? ভয়ে কাঁটা যাত্রীরা
পাইকারী আলু ২৬ টাকা কিলো দরে সরবরাহ হবে।সেই আলু ৩০-৩২ টাকায় বিক্রি হলে ঠিক। ৩৪-৩৫ টাকা নিলে তা বেশি। খুচরো বিক্রেতাদের দাবী প্রতি বস্তায় চার পাঁচ কিলো আলু বাদ দিতে হয়।বাছাই করা আলুর দাম তাই বেশি নিতে হয়।
রাহী হালদার