Who Is This Man: সবার কাছে তিনি প্রাণের মানুষ! জেলা জুড়ে তিনি যেন গরীবের ভগবান! চেনেন এই মানুষটিকে?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
প্রায় ৪০ বছর ধরে গ্রাম বাংলার গরীব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দান করে আসছেন। অবসরের পরও তার এমন চিকিৎসা সেবা আজও সাধারণ মানুষের ভরসা।
জলপাইগুড়ি: ডাক্তার মানে সাধারণ মানুষের কাছে দৃশ্যমান ভগবান! জলপাইগুড়ির এই ডাক্তার সত্যিই যেন ভগবান। জলপাইগুড়িবাসী শ্রদ্ধা করে ভালবেসে এনাকে বলেন ‘ভগবান ডাক্তার’ , আবার কারোর কাছে তিনি ‘গরিবের ডাক্তার’। প্রায় ৪০ বছর ধরে গ্রাম বাংলার গরীব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দান করে আসছেন। অবসরের পরও তার এমন চিকিৎসা সেবা আজও সাধারণ মানুষের ভরসা।
এই ভগবান ডাক্তার, যার নাম ডক্টর স্নেহাশীষ চক্রবর্তী । প্রায় ৩৫ বছর ধরে সদর হাসপাতাল এবং চিকিৎসাশাস্ত্রে নিরলসভাবে সেবা দেওয়ার পর, অবসরের পরেও থেমে যাননি তিনি। বরং, নিজের জীবনযাত্রাকে আরও পরিশ্রমী এবং সেবামূলক করে তুলেছেন।বিনামূল্যে সেবা দেওয়ার অদম্য সাধনা। প্রায় ১৫ বছর ধরে, তিনি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনে বিনামূল্যে রোগী দেখছেন। তাঁর সেবা শুধু চিকিৎসা দিয়ে সীমাবদ্ধ নয়, বরং তিনি দানশীলতা ও সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।
advertisement
advertisement
হাসপাতালেও, তিনি নিজেই রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসতেন এবং বিনামূল্যে বিতরণ করতেন। অনেক সময় নিজেই গরিব রোগীদের জন্য ওষুধের খরচ বহন করতেন, যেন তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। মানুষ তার চিকিৎসার জন্য আজও অধীর অপেক্ষায় বসে থাকেন । কারণ ডাক্তার বাবু যে, এক পয়সা নেন না চিকিৎসায়। তবে তাঁর কর্মযজ্ঞের মধ্যে কোনদিনই কোনও আত্মপ্রচারের ইচ্ছা ছিল না। তিনি সবসময় রোগীদের সেবা করতেন নির্লোভভাবে, তাদের জন্য ছিল শুধু ভালবাসা ও সহানুভূতি। যা এখনও রয়েছে একইভাবে!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2024 11:49 PM IST