Who Is This Man: সবার কাছে তিনি প্রাণের মানুষ! জেলা জুড়ে তিনি ‌যেন গরীবের ভগবান! চেনেন এই মানুষটিকে?

Last Updated:

প্রায় ৪০ বছর ধরে গ্রাম বাংলার গরীব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দান করে আসছেন। অবসরের পরও তার এমন চিকিৎসা সেবা আজও সাধারণ মানুষের ভরসা।

+
চিকিৎসক

চিকিৎসক স্নেহাশিস চক্রবর্তী

জলপাইগুড়ি: ডাক্তার মানে সাধারণ মানুষের কাছে দৃশ্যমান ভগবান! জলপাইগুড়ির এই ডাক্তার সত্যিই যেন ভগবান। জলপাইগুড়িবাসী শ্রদ্ধা করে ভালবেসে এনাকে বলেন ‘ভগবান ডাক্তার’ , আবার কারোর কাছে তিনি ‘গরিবের ডাক্তার’। প্রায় ৪০ বছর ধরে গ্রাম বাংলার গরীব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দান করে আসছেন। অবসরের পরও তার এমন চিকিৎসা সেবা আজও সাধারণ মানুষের ভরসা।
এই ভগবান ডাক্তার, যার নাম ডক্টর স্নেহাশীষ চক্রবর্তী । প্রায় ৩৫ বছর ধরে সদর হাসপাতাল এবং চিকিৎসাশাস্ত্রে নিরলসভাবে সেবা দেওয়ার পর, অবসরের পরেও থেমে যাননি তিনি। বরং, নিজের জীবনযাত্রাকে আরও পরিশ্রমী এবং সেবামূলক করে তুলেছেন।বিনামূল্যে সেবা দেওয়ার অদম্য সাধনা। প্রায় ১৫ বছর ধরে, তিনি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনে বিনামূল্যে রোগী দেখছেন। তাঁর সেবা শুধু চিকিৎসা দিয়ে সীমাবদ্ধ নয়, বরং তিনি দানশীলতা ও সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।
advertisement
advertisement
হাসপাতালেও, তিনি নিজেই রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসতেন এবং বিনামূল্যে বিতরণ করতেন। অনেক সময় নিজেই গরিব রোগীদের জন্য ওষুধের খরচ বহন করতেন, যেন তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। মানুষ তার চিকিৎসার জন্য আজও অধীর অপেক্ষায় বসে থাকেন । কারণ ডাক্তার বাবু যে, এক পয়সা নেন না চিকিৎসায়। তবে তাঁর কর্মযজ্ঞের মধ্যে কোনদিনই কোনও আত্মপ্রচারের ইচ্ছা ছিল না। তিনি সবসময় রোগীদের সেবা করতেন নির্লোভভাবে, তাদের জন্য ছিল শুধু ভালবাসা ও সহানুভূতি। যা এখনও রয়েছে একইভাবে!
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Who Is This Man: সবার কাছে তিনি প্রাণের মানুষ! জেলা জুড়ে তিনি ‌যেন গরীবের ভগবান! চেনেন এই মানুষটিকে?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement