TRENDING:

চুল কাটলেই রুপোর কয়েন! বর্ধমানের এই সেলুনে উপচে পড়ছে ভিড়! যাবেন নাকি?

Last Updated:

Silver coin For Hair Cut: চুল বা দাড়ি কাটলেই মিলতে পারে আসল রুপোর কয়েন! শুনে অবাক লাগলেও, এটাই সত্যি! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: প্রতিদিনই চুল-দাড়ি কাটানোর জন্য বিভিন্ন সেলুনে ভিড় জমে। তবে এবার সাধারণ চুল কাটানোর অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে পূর্ব বর্ধমানের একটি সেলুন। কারণ, এখানে চুল বা দাড়ি কাটলেই মিলতে পারে আসল রুপোর কয়েন! শুনে অবাক লাগলেও, এটাই সত্যি! বাজারে ক্রেতাদের আকৃষ্ট করতে নানা ধরনের অফার দেওয়া হয়—কখনও কেনাকাটায় ছাড়, কখনওউপহার। এবার সেই ধারায় সেলুনেও এসেছে অভিনব অফার।
advertisement

পায়ের পাতার গড়ন বলে দেবে আপনি ‘কেমন’ মানুষ! কার মনে কী আছে? মিলিয়ে নিন পা দেখে

সিলিং ফ্যানের ‘গরম’ হাওয়ায় ঘেমে স্নান? মাত্র ৭০ টাকা খরচ করলেই…এসির মতো ঠান্ডা হবে ঘর!

ন্যূনতম খরচে চুল কাটিয়ে কেউ কেউ ফিরে যাচ্ছেন চকচকে রুপোর কয়েন নিয়ে! স্বাভাবিকভাবেই এই অফার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, সেলুনে ভিড়ও জমাচ্ছেন অনেকে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের নাসিগ্রাম মোড়ের একটি সেলুন এই ব্যতিক্রমী অফারের ঘোষণা করেছে। সেলুনের মালিক স্বপন কর্মকার জানান, তার সেলুনে মাত্র ৩০ টাকায় চুল কাটা এবং ২০ টাকায় দাড়ি শেভ করানো যায়। তবে অফারের আসল আকর্ষণ লুকিয়ে আছে একটি ছোট্ট চিরকুটে।

advertisement

শুধু গরমে নয়, সারা জীবনে একটুও জল খায় না কোন প্রাণী…? বলতেই পারবেন না ‘গ্যারান্টি’!

কী ভাবে মিলবে রুপোর কয়েন? প্রত্যেক গ্রাহক চুল বা দাড়ি কাটানোর পর একটি হলুদ রঙের চিরকুট পাবেন। সেই চিরকুটে নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে জমা দিতে হবে। দিনের শেষে সব চিরকুট একটি হাঁড়িতে রাখা হবে, এরপর হাঁড়ি থেকে মাত্র একটি চিরকুট তুলে একটি নাম বেছে নেওয়া হবে। সৌভাগ্যবান বিজয়ী পাবেন আসল রুপোর কয়েন!

advertisement

এই আকর্ষণীয় অফার আগামী পয়লা বৈশাখ পর্যন্ত চলবে, আর প্রতিদিনই একজন ভাগ্যবান গ্রাহক জিতবেন রুপোর কয়েন। তবে এখানেই শেষ নয় সেলুনের কর্ণধার স্বপন কর্মকার আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতেও তিনি আরও নতুন নতুন অফার নিয়ে আসবেন। সাধারণ সেলুনে এমন লোভনীয় অফার পেয়ে স্বভাবতই খুশি স্থানীয়রা। এখন দেখার, এই অভিনব উদ্যোগ ভবিষ্যতে আর কী চমক নিয়ে আসে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চুল কাটলেই রুপোর কয়েন! বর্ধমানের এই সেলুনে উপচে পড়ছে ভিড়! যাবেন নাকি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল