পায়ের পাতার গড়ন বলে দেবে আপনি ‘কেমন’ মানুষ! কার মনে কী আছে? মিলিয়ে নিন পা দেখে
সিলিং ফ্যানের ‘গরম’ হাওয়ায় ঘেমে স্নান? মাত্র ৭০ টাকা খরচ করলেই…এসির মতো ঠান্ডা হবে ঘর!
ন্যূনতম খরচে চুল কাটিয়ে কেউ কেউ ফিরে যাচ্ছেন চকচকে রুপোর কয়েন নিয়ে! স্বাভাবিকভাবেই এই অফার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, সেলুনে ভিড়ও জমাচ্ছেন অনেকে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের নাসিগ্রাম মোড়ের একটি সেলুন এই ব্যতিক্রমী অফারের ঘোষণা করেছে। সেলুনের মালিক স্বপন কর্মকার জানান, তার সেলুনে মাত্র ৩০ টাকায় চুল কাটা এবং ২০ টাকায় দাড়ি শেভ করানো যায়। তবে অফারের আসল আকর্ষণ লুকিয়ে আছে একটি ছোট্ট চিরকুটে।
advertisement
শুধু গরমে নয়, সারা জীবনে একটুও জল খায় না কোন প্রাণী…? বলতেই পারবেন না ‘গ্যারান্টি’!
কী ভাবে মিলবে রুপোর কয়েন? প্রত্যেক গ্রাহক চুল বা দাড়ি কাটানোর পর একটি হলুদ রঙের চিরকুট পাবেন। সেই চিরকুটে নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে জমা দিতে হবে। দিনের শেষে সব চিরকুট একটি হাঁড়িতে রাখা হবে, এরপর হাঁড়ি থেকে মাত্র একটি চিরকুট তুলে একটি নাম বেছে নেওয়া হবে। সৌভাগ্যবান বিজয়ী পাবেন আসল রুপোর কয়েন!
এই আকর্ষণীয় অফার আগামী পয়লা বৈশাখ পর্যন্ত চলবে, আর প্রতিদিনই একজন ভাগ্যবান গ্রাহক জিতবেন রুপোর কয়েন। তবে এখানেই শেষ নয় সেলুনের কর্ণধার স্বপন কর্মকার আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতেও তিনি আরও নতুন নতুন অফার নিয়ে আসবেন। সাধারণ সেলুনে এমন লোভনীয় অফার পেয়ে স্বভাবতই খুশি স্থানীয়রা। এখন দেখার, এই অভিনব উদ্যোগ ভবিষ্যতে আর কী চমক নিয়ে আসে!
বনোয়ারীলাল চৌধুরী