এদিন বীরভূমের তারাপীঠ মন্দিরে মা তারার পূজো দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। দুপুর বারোটা নাগাদ তারাপীঠ মন্দিরে এসে উপস্থিত হন সিকিমের মুখ্যমন্ত্রী। তার পর বিভিন্ন ধরনের ফল, মিষ্টি সঙ্গে ডালা ভর্তি ফুল নিয়ে মা তারার গর্ভগৃহে প্রবেশ করেন এবং মা তারার পুজো দেন। যেহেতু পার্শ্ববর্তী রাজ্য সিকিমের মুখ্যমন্ত্রী তারাপীঠ মন্দিরে পুজো দেন তাই তারাপীঠ মন্দির চত্বর পুরো পুলিশি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়।
advertisement
তারাপীঠ মন্দির চত্বরে কোনও ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিক দিয়েও পুলিশ প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটিও সজাগ ছিলেন। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে তারাপীঠ মন্দিরে খোদ উপস্থিত ছিলেন রামপুরহাট এসডিপিও। উল্লেখ্য, বীরভূমের এক অন্যতম তন্ত্রপীঠ ও সিদ্ধপীঠ হচ্ছে বীরভূমের তারাপীঠ। সাধক বামদেব সিদ্ধি লাভ করেছিলেন তারাপীঠে, এমনই বিশ্বাস ভক্তদের। তাই দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই তারাপীঠ মন্দির এবং মা তারার পুজো দেন।
আরও পড়ুন- কড়কড়ে নোট দিতে হবে না, গান শোনালেই মিলবে গরম চা! বীরভূমের জয়দেবের মেলায়…
বিশেষত এই শীতের মরশুমে মা তারার পুজো দেওয়ার পাশাপাশি দূর দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতেও আসেন তারাপীঠে। উল্লেখ্য, বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রাজ্যের প্রশাসনিক উচ্চ আধিকারিকের পাশাপাশি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বরাও তারাপীঠ মন্দিরে আসেন মা তারাকে দর্শন করতে ও মায়ের পুজো দিতে।





