Birbhum : কড়কড়ে নোট দিতে হবে না, গান শোনালেই মিলবে গরম চা! বীরভূমের জয়দেবের মেলার এই অভিনব 'চা চক্র' এখন ভাইরাল
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Joydeb Mela : বীরভূমের জয়দেব মেলা মানেই বাউল ফকিরদের আখড়া আর সুরের মেলা। কিন্তু সেই মেলার ভিড় ছাড়িয়ে অজয় নদের পাড়ে রাধা গোবিন্দ মন্দিরের ঠিক পেছনেই এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি ছোট্ট চায়ের দোকান। নাম তার 'চা চক্র'।
ইলামবাজার, বীরভূম, সুদীপ্ত গড়াই : বীরভূমের জয়দেব মেলা মানেই বাউল ফকিরদের আখড়া আর সুরের মেলা। কিন্তু সেই মেলার ভিড় ছাড়িয়ে অজয় নদের পাড়ে রাধা গোবিন্দ মন্দিরের ঠিক পেছনেই এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি ছোট্ট চায়ের দোকান। নাম তার ‘চা চক্র’।
সাধারণ দোকানে ৫ বা ১০ টাকার বিনিময়ে চা মিললেও, এই দোকানে চা পানের শর্তটি বেশ অভিনব। এখানে বসে গান গাইলেই কড়কড়ে নোটের বদলে উপহার স্বরূপ মেলে এক ভাঁড় গরম চা। দোকানের অন্দরসজ্জাতেও রয়েছে সাঙ্গীতিক ছোঁয়া। তক্তার ওপর সাজানো টেনর এবং গিটার। দেওয়ালে লোকশিল্পী তারক দাস বাউল সহ বিশিষ্ট শিল্পীদের ছবি। একদিকের দেওয়ালে বড় বড় করে লেখা ‘গান গাইলেই চা ফ্রী’। এমনকি দোকানের বাইরের দেওয়ালেও লেখা রয়েছে গানের স্তবক।
advertisement
এই অভিনব উদ্যোগের নেপথ্যে রয়েছেন ইলামবাজারের জয়দেবের বাসিন্দা যুবক শুভদীপ রজক। একসময় অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে বোলপুরে সোনার কারিগরের কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু রক্তে যার গান, তাকে কি আর চার দেওয়ালে আটকে রাখা যায়? অসুস্থ বাবার বন্ধ হয়ে যাওয়া চায়ের দোকানের হাল যখন ধরলেন, তখনই মাথায় এল ‘নেশা ও পেশা’কে এক করার ভাবনা। সাধু দাস ও কাঙাল খ্যাপার কাছে টেনর বাজানো শিখে এখন শুভদীপ নিজেই গায়ককে যোগ্য সঙ্গত দেন।
advertisement
advertisement
বর্তমানে জয়দেব মেলা উপলক্ষে পর্যটকদের উপচে পড়া ভিড় এই দোকানে। কাটোয়া থেকে আসা সঙ্গীতশিল্পী সঞ্জয় সান্তারা বা আসানসোলের পর্যটক অমিত বাউরি সকলেই এই উদ্যোগে অভিভূত। সঞ্জয় বাবু বলেন, “চায়ের দোকানে এসে গান শুনিয়ে ফ্রিতে চা খেলাম, এমন অভিজ্ঞতা আগে হয়নি।
আরও পড়ুন- হারিয়ে যাওয়া ঐতিহ্যের প্রতীক, রাজবাড়ির অন্দরে আজও অটুট সাবেকি পালকি
অচেনা শিল্পীদের সুযোগ করে দেওয়ার জন্য শুভদীপকে ধন্যবাদ।” শুভদীপের কথায়, “ব্যবসাটা পেটের জন্য করতে হয়, কিন্তু নেশা আমার গান। কেউ এসে গান শোনালে তাকে তো কিছু উপহার দিতে হয়, তাই আমি চা খাওয়াই। এতে আমার ব্যবসাও হচ্ছে আবার গানের তালিমও চলছে।” অসুস্থ বাবা তপন কুমার রজকও ছেলের এই সৃজনশীল ভাবনায় অত্যন্ত খুশি। সুর আর স্বাদের এই মেলবন্ধনে ‘চা চক্র’ এখন জয়দেবের অন্যতম জনপ্রিয় আড্ডাস্থল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 22, 2026 2:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum : কড়কড়ে নোট দিতে হবে না, গান শোনালেই মিলবে গরম চা! বীরভূমের জয়দেবের মেলার এই অভিনব 'চা চক্র' এখন ভাইরাল










