কোনও প্রশাসনিক সাহায্য ছাড়াই নিজের উদ্যোগে প্রতিদিন সকাল থেকে করছেন এই কাজ। দোকান যাওয়ার আগে সকালেই তিনি বেরিয়ে পড়েন। হাতে ব্যাগ, কখনও স্প্রেয়ার সঙ্গে। পৌঁছে যান ছোট ছোট পাড়ায়, বাড়িতে বাড়িতে। ডেঙ্গি প্রতিরোধে নিজের খরচেই ব্লিচিং কিনে কিংবা মশা প্রতিরোধক স্প্রে কিনে ছড়িয়ে দেন গ্রামে গ্রামে। বেশ কয়েক ঘণ্টা এই কাজ করার পর সাইকেল নিয়ে চলে আসেন নিজের দোকানে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই পরিবেশ সচেতনতায় একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই মুদি ব্যবসায়ী। তাঁর নাম হল প্রশান্ত চন্দ।
advertisement
আরও পড়ুন: হঠাৎ হাহাকার নদীর পাড়ে! ডুবে গেল কৃষকবোঝাই নৌকা, নিখোঁজ যুবককে ঘিরে চাঞ্চল্য
ডেঙ্গির প্রকোপ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে একদিকে যেমন তিনি সচেতন করছেন, তেমনই নিজের খরচে মশার লার্ভা বিনাশে এই কাজ করছেন। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মোগলমারি এলাকার বাসিন্দা প্রশান্ত চন্দ। মোগলমারি বাজার এলাকায় ছোট্ট একটি ভুসিমাল দোকান আছে তাঁর। সেই দোকান সামলে চলে এই কাজ। দোকানের লাভের টাকায় এই কাজ করে খুশি থাকেন। বেশ কয়েকবার লোকে তাঁকে পাগল বলেছে। তবুও সেই সবকে তোয়াক্কা না করেই মানুষের কথা ভেবে তিনি নিজের উদ্যোগেই এই কাজগুলি করে থাকেন।