TRENDING:

ডেঙ্গির প্রকোপ বাড়তেই গ্রামে গ্রামে এই মুদি দোকানদার যা শুরু করলেন... অবাক হবেন আপনিও

Last Updated:

ডেঙ্গি প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেন মুদি ব্যবসায়ী। সামান্য ভুসিমাল দোকান সামলে নিজের খরচে ডেঙ্গি প্রতিরোধ ও সচেতনতায় যা করছেন তিনি, জানলে চমকে যাবেন আপনিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পুজোর আগে জল যন্ত্রণায় নাজেহাল শহর থেকে গ্রাম। টানা বৃষ্টিতে সর্বত্র জল জমে। পরিস্থিতির সুযোগ নিয়ে দিকে দিকে বাড়ছে ডেঙ্গি মশার প্রকোপ। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে একাধিক জন। বিভিন্ন ব্লকে ব্লকে খোঁজ মিলেছে ডেঙ্গি আক্রান্তের। এবার তাই ডেঙ্গি প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেন মুদি ব্যবসায়ী। সামান্য ভুসিমাল দোকান সামলে নিজের খরচে ডেঙ্গি প্রতিরোধ ও সচেতনতায় যা করছেন তিনি, জানলে চমকে যাবেন আপনিও। তাঁর এই উদ্যোগে শ্রদ্ধায় মাথা নত হবে আপনার।
advertisement

কোনও প্রশাসনিক সাহায্য ছাড়াই নিজের উদ্যোগে প্রতিদিন সকাল থেকে করছেন এই কাজ। দোকান যাওয়ার আগে সকালেই তিনি বেরিয়ে পড়েন। হাতে ব্যাগ, কখনও স্প্রেয়ার সঙ্গে। পৌঁছে যান ছোট ছোট পাড়ায়, বাড়িতে বাড়িতে। ডেঙ্গি প্রতিরোধে নিজের খরচেই ব্লিচিং কিনে কিংবা মশা প্রতিরোধক স্প্রে কিনে ছড়িয়ে দেন গ্রামে গ্রামে। বেশ কয়েক ঘণ্টা এই কাজ করার পর সাইকেল নিয়ে চলে আসেন নিজের দোকানে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই পরিবেশ সচেতনতায় একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই মুদি ব্যবসায়ী। তাঁর নাম হল প্রশান্ত চন্দ।

advertisement

আরও পড়ুন: হঠাৎ হাহাকার নদীর পাড়ে! ডুবে গেল কৃষকবোঝাই নৌকা, নিখোঁজ যুবককে ঘিরে চাঞ্চল্য

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ডেঙ্গির প্রকোপ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে একদিকে যেমন তিনি সচেতন করছেন, তেমনই নিজের খরচে মশার লার্ভা বিনাশে এই কাজ করছেন। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মোগলমারি এলাকার বাসিন্দা প্রশান্ত চন্দ। মোগলমারি বাজার এলাকায় ছোট্ট একটি ভুসিমাল দোকান আছে তাঁর। সেই দোকান সামলে চলে এই কাজ। দোকানের লাভের টাকায় এই কাজ করে খুশি থাকেন। বেশ কয়েকবার লোকে তাঁকে পাগল বলেছে। তবুও সেই সবকে তোয়াক্কা না করেই মানুষের কথা ভেবে তিনি নিজের উদ্যোগেই এই কাজগুলি করে থাকেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডেঙ্গির প্রকোপ বাড়তেই গ্রামে গ্রামে এই মুদি দোকানদার যা শুরু করলেন... অবাক হবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল