জানা গিয়েছে, পেশায় সার ব্যবসায়ী আজহারউদ্দিন। দু’জন ব্যক্তি তাঁর দোকানে সার কিনতে আসেন। প্রায় ৪০ হাজার টাকার সার কেনেন তাঁরা। এরপর অনলাইনে ৩৯ হাজার ৫০০ টাকা পেমেন্ট করে টাকা মেটান। এরপরই ওই ব্যবসায়ী লক্ষ্য করেন তাঁর অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাঙ্ক তরফে। বিষয়টি নিয়ে ব্যাঙ্কের দ্বারস্থহলে, তাকে জানানো হয় ওই দুই ক্রেতা তাঁর বিরুদ্ধে অনলাইনে প্রতারণার অভিযোগ করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতে অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করা হয়েছে ব্যাঙ্ক থেকে। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় বামনগাছি ছোট জাগুলিয়া এলাকায়। ভুক্তভোগী সার ব্যবসায়ী আজহারউদ্দিন জানিয়েছেন, লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে তার কাছে। তবে এভাবে হঠাৎ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন ওই ব্যবসায়ী। বিষয়টি নিয়ে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেন আজহারউদ্দিন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে কিভাবে এমন ঘটনা ঘটল।
advertisement
ব্যবসায়ীমহলের প্রশ্ন, একজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে খতিয়ে না দেখে এত তাড়াতাড়ি ব্যাঙ্ক কেন এমন সিদ্ধান্ত নিল! তদন্তে দোষ প্রমাণিত হওয়ার আগেই অ্যাকাউন্ট বন্ধ করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্ক না হলে এ হেন বিপদে পড়তে পারেন আপনিও।