ঘটনার ফলে স্টুডিওর আশেপাশের বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের ৫ টি ইঞ্জিন।
এরপর আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল কর্মীরা। তাদের সঙ্গে স্থানীয়রাও সাহায্য করে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।
advertisement
এই ঘটনার জেরে বিষ্ণুপুরের কোনচৌকি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও বেশ কিছু ফায়ার পকেট রয়েছে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর ক্ষয়ক্ষতির হিসাব করা হবে।
এদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় হঠাৎ এই ঘটনা ঘটায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও ঘটনার পর বিষ্ণুপুর থানার পুলিশ কর্মীরা এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সকলকে আশ্বস্ত করেন। ওই স্টুডিওর অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
নবাব মল্লিক