TRENDING:

Massive Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই শ্যুটিং স্টুডিও, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

Last Updated:

Massive Fire: দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত ম্যাকলিন শুটিংয়ের স্টুডিওতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বহু দূর থেকে দেখা গিয়েছে। এরপর গোটা এলাকা ভরে যায় ধোঁয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহেশতলা: দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত ম্যাকলিন শুটিংয়ের স্টুডিওতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বহু দূর থেকে দেখা গিয়েছে। এরপর গোটা এলাকা ভরে যায় ধোঁয়ায়।
advertisement

ঘটনার ফলে স্টুডিওর আশেপাশের বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের ৫ টি ইঞ্জিন।

আরও পড়ুন-সঙ্গীকে নিয়ে দিঘায় যাচ্ছেন? হোটেলে কিন্তু এবার বিরাট কড়াকড়ি! রুম ভাড়া করার আগে জানুন ‘এটা’, ফাঁদে পা দিলেই সর্বনাশ!

এরপর আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল কর্মীরা। তাদের সঙ্গে স্থানীয়রাও সাহায্য করে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

advertisement

View More

আরও পড়ুন-জেলবন্দি স্বামী, জামিনের টোপ দিয়ে হোটেলে এনে জোর করে সঙ্গম, তরুণী মুখ খুলতেই সব ফাঁস…! চমকে গেল কলকাতা পুলিশ

এই ঘটনার জেরে বিষ্ণুপুরের কোনচৌকি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও বেশ কিছু ফায়ার পকেট রয়েছে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর ক্ষয়ক্ষতির হিসাব করা হবে।

advertisement

এদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় হঠাৎ এই ঘটনা ঘটায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও ঘটনার পর বিষ্ণুপুর থানার পুলিশ কর্মীরা এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সকলকে আশ্বস্ত করেন। ওই স্টুডিওর অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নবাব মল্লিক 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Massive Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই শ্যুটিং স্টুডিও, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল