Digha Hotel News: সঙ্গীকে নিয়ে দিঘায় যাচ্ছেন? হোটেলে কিন্তু এবার বিরাট কড়াকড়ি! রুম ভাড়া করার আগে জানুন 'এটা', ফাঁদে পা দিলেই সর্বনাশ!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Hotel News: পাশাপাশি দিঘাকে পর্যটকদের কাছে আর সুন্দরভাবে তুলে ধরতে রাস্তাঘাটে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি দিঘার হোটেল গুলিতে বাড়তি নজর প্রশাসনের। এবার প্রশাসন দিঘায় হোটেল পরিষেবার মানোন্নয়নে জোর দিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই কর্মশালায় দিঘার বিভিন্ন হোটেলের কর্মীদের হোটেলের পরিষেবার মাননীয়নের বিষয়ে একাধিক প্রশিক্ষণ দেওয়া হয়। পর্যটকদের সঙ্গে কিভাবে ব্যবহার করা হবে, পর্যটকদের জন্য রুম কীভাবে সাজিয়ে রাখা যাবে। কীভাবে খাবারদাবার পরিবেশন থেকে শুরু করে হোটেলের বিষয়ে একাধিক প্রশিক্ষণ দেওয়া হয় কর্মীগুলিদের। প্রতিটি হোটেল থেকে দু'জন কর্মীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement