আনুমানিক বাংলার ১২৩৩ সালে এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছ। এর পেছনে একটি রোমাঞ্চকর কাহিনী। এই কাহিনীর শুরুতেই বলতে হয়,জটেশ্বরের দক্ষিণে অবস্থিত কাঠালবাড়ি গ্রাম, বর্তমানেও গ্রামটির নাম কাঠালবাড়ি নামেই পরিচিত। জটেশ্বরের পূর্বদিকের গ্রামটির নাম হেদায়েতনগর, এই হেদায়েতনগর গ্রামের জোতদার ছিলেন বেদেং ধ্বনি।তার সময়েই এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। তারপর গ্রামবাসীদের সহযোগিতায় মন্দির গড়ে ওঠে।ভক্তবৃন্দদের বিশ্বাস এই মন্দিরে কিছু মানত করলে তা মেলে।
advertisement
আরও পড়ুন- ‘রাম’ শুধু মদ নয়, ‘মহৌষধ’! এইভাবে খেলেই ১০ রোগ থেকে মুক্তি…! জানেন রামের এই আশ্চর্য ‘গুণ’?
শিবরাত্রি উপলক্ষে সেজে উঠছে জটেশ্বর শিব মন্দির। এবারে মেলা বসতে চলেছে জটেশ্বর গরুহাটির মাঠে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসেছেন দোকান দিতে। এবিষয়ে জটেশ্বর শিব মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল জানান, \”আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শিব চতুর্দশীর মেলা শুরু হতে চলেছে। শোভা যাত্রার মধ্য দিয়ে নদী থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢেলে শুভ সূচনা করা হয় পুজোর । খুব নিষ্ঠার সঙ্গে শিব চতুর্দশী পালিত হয় এখানে।\”
Annanya Dey