TRENDING:

Jagadhatri Puja 2025 : জগদ্ধাত্রী পুজোতেও বাজার কাঁপাচ্ছে 'দিঘার জগন্নাথ মন্দির', হেঁশেলের হাল ধরেছেন দেবী! ঠিকানা জেনে ঘুরে আসুন

Last Updated:
Jagadhatri Puja 2025 : চন্দননগর, কৃষ্ণনগরের পর জগদ্ধাত্রী পুজোয় কল্যাণগড় দর্শনার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য। এবারও থিম ও প্রতিমায় নজর কাড়তে প্রস্তুত পুজো কমিটিগুলি।
advertisement
1/7
জগদ্ধাত্রী পুজোতেও 'সুপারহিট' দিঘার জগন্নাথ মন্দির! দেখতে হলে ঠিকানা জেনে রাখুন
জগদ্ধাত্রী পুজোকে ঘিরে সেজে উঠেছে অশোকনগর কল্যাণগড়। আজ থেকেই শুরু পুজো। তাই শেষ মুহূর্তের ব্যস্ততা চরমে। রকমারি থিম ও শিল্পনৈপুণ্যে সাজিয়ে তোলা হয়েছে শহরের চারপাশ। দর্শনীয় মণ্ডপ, আলো ও প্রতিমা - সব মিলিয়ে এখন উৎসবের আমেজে মাতোয়ারা কল্যাণগড়। <strong>(ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)</strong>
advertisement
2/7
এবারের পুজোয় শহরের একাধিক ক্লাবের থিম ভাবনায় এসেছে অভিনবত্ব। অশোকনগরের বেকারি মোড়ের ভাতৃ সংঘের পুজো এবারে পা দিল ৩১ বছরে। তাদের থিম ‘দিঘার জগন্নাথ মন্দির’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় গড়ে ওঠা জগন্নাথ মন্দিরের আদলে এখানে তৈরি হয়েছে ৭০ ফুট উচ্চতার এক মনোরম প্রতিরূপ।
advertisement
3/7
মণ্ডপ তৈরি হয়েছে প্লাই, প্যারিস, থার্মকল ও রঙের ব্যবহার করে। ভিতরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও বিষ্ণুর মূর্তি। চোখ ধাঁধানো আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা প্রাঙ্গণ। পুজো কমিটির সম্পাদক সুরজ দে জানান, অশোকনগরের অনেকেই দিঘায় গিয়ে জগন্নাথ মন্দির দেখতে পারেননি। আমাদের মণ্ডপ দেখে তাঁদের সেই অভাব কিছুটা হলেও পূরণ হবে।
advertisement
4/7
অন্যদিকে, কল্যাণগড়ের কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাবের এবারের থিম ভাবনা ‘মায়ের হেঁসেল’। ২৪ বছরের পুজোয় তারা নারীর শক্তি ও সৃষ্টিশীলতাকে নতুন দৃষ্টিতে উপস্থাপন করেছে। দুই থেকে আড়াই কাঠা জায়গা জুড়ে তৈরি হয়েছে এক অনন্য রান্নাঘর
advertisement
5/7
মণ্ডপে ফুটে উঠেছে বাংলার গৃহবধূর হেঁসেল- মশলা, হাঁড়ি, খুন্তি, বাটনা-বাটি, এমনকি উনুনের ওপর ভাতের হাঁড়ি কড়াইও দেখা যাচ্ছে। দেবী প্রতিমা তৈরি হয়েছে একেবারে হেঁসেলে থাকা মায়ের মত করেই। যেন মা নিজেই সংসারের হাল ধরেছেন। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, নারী শক্তিকে সম্মান জানাতেই এ বছরের এই ভাবনা ‘মায়ের হেঁসেল’।
advertisement
6/7
মা শুধু পূজোর প্রতিমা নন, তিনি সংসারের প্রাণ। এছাড়াও কোভিড পরবর্তী জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছে কল্যাণগড় ফুটবল কোচিং সেন্টার। ২৬ বছরে পা দেওয়া এই পুজোয় উদ্যোক্তারা দেখিয়েছেন কীভাবে মহামারির সময়ে জীবিকা হারানো মানুষরা নতুনভাবে জীবন শুরু করেছেন। এছাড়াও কল্যাণগড় রামকৃষ্ণ সেবা সমিতি এবার করেছে মাইসোর প্যালেস। সঙ্গে জমজমাট মেলার আয়োজনও রয়েছে তাদের
advertisement
7/7
নেতাজি সংঘ এবার ময়ূর মহল তুলে ধরেছে। রাধা ক্যামিকেল স্কাইলারে এবার তুলে ধরা হয়েছে মহেঞ্জোদারো স্থাপত্য। কল্যাণগড় নেতাজিবাগে দেখা মিলেছে রঙ্গনাথ স্বামী মন্দিরের। সঙ্গে বিভিন্ন পুজো গুলির চোখ ধাঁধানো আলোকসজ্জা। দূরদূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন প্রতিমা দর্শনে। প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও যান চলাচলের বিশেষ নিয়ন্ত্রণ পরিকল্পনা। সব মিলিয়ে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে অশোকনগর কল্যাণগড় এখন যেন এক উৎসবের শহরে পরিণত হয়েছে। <strong>(ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2025 : জগদ্ধাত্রী পুজোতেও বাজার কাঁপাচ্ছে 'দিঘার জগন্নাথ মন্দির', হেঁশেলের হাল ধরেছেন দেবী! ঠিকানা জেনে ঘুরে আসুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল