TRENDING:

Shatrughan Sinha: হুড খোলা জিপে শত্রুঘ্ন সিনহা, আসানসোল লোকসভা উপনির্বাচনে মনোনয়ন পেশ 'তারকা' তৃণমূল প্রার্থীর

Last Updated:

Shatrughan Sinha: একই দিনে আসানসোলে মনোনয়ন জমা দিলেন শত্রুঘ্ন সিনহা। তৃণমূল সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল : সবুজ পাঞ্জাবি, চোখে সানগ্লাস, দু-আঙুল তুলে দেখালেন 'ভিক্ট্রি সাইন'। আসানসোলের পথে হুডখোলা গাড়িতে মিছিল করে মনোনয়ন পেশ করলেন তৃণমূলের লোকসভা উপনির্বাচনের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
উপনির্বাচনে মনোনয়ন পেশ শত্রুঘ্ন সিনহার
উপনির্বাচনে মনোনয়ন পেশ শত্রুঘ্ন সিনহার
advertisement

বালিগঞ্জে আজই মনোনয়ন পেশ করেন তৃণমূলের বিধানসভা উপনির্বাচনের প্রার্থী বাবুল সুপ্রিয়। একই দিনে আসানসোলে মনোনয়ন জমা দিলেন শত্রুঘ্ন সিনহা। তৃণমূল সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান তিনি। তার সঙ্গে ছিলেন তৃণমূল নেতা মলয় ঘটক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আসানসোলের রবিন্দ্র ভবন থেকে শুরু করে জেলা শাসকের দপ্তর পর্যন্ত মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি।

advertisement

আরও পড়ুন : স্বামী-স্ত্রীর ঝগড়া চরমে! প্রকাশ্যে আচমকা যা করে বসলেন স্ত্রী... শিউরে উঠল সবাই!

শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতি রাজ্যের মানুষের যে সমর্থন তা লোকসভা উপনির্বাচনেও বজায় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করায় তিনি অত্যন্ত খুশি বলেই জানিয়েছেন রবিবার। মঙ্গলবার থেকেই বিভিন্ন বিধানসভা অঞ্চলে তিনি প্রচার শুরু করবেন বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন :

উপ নির্বাচনের উত্তাপ বাড়ছে রাজ্যে। আর এরইমধ্যে রবিবার বাংলায় পা রাখলেন আসানসোলের TMC প্রার্থী শত্রুঘ্ন সিনহা। মুখোমুখি আসন্ন উপনির্বাচনের আগেই এবার যথেষ্ট আশাবাদী তিনি। আগে আসানসোলের এসেছেন বলেও তিনি জানান। পাশাপাশি তিনি এও বলেন আগামিদিনে দেশের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আগামিদিনে ইতিহাস তৈরি হতে চলেছে এই রাজ্যের হাত ধরেই।

advertisement

আরও পড়ুন :  ফুটবল তো ছিলই, বাবুলের প্রচারে এবার নয়া 'চমক'! কিন্তু ভোটের আগেই হারলেন কার কাছে?

আসানসোল লোকসভা কেন্দ্রে হাইভোল্টেজ উপনির্বাচন রাজ্যে। প্রার্থীর নাম ঘোষণা করে শুরুতেই চমক দিয়েছে তৃণমূল। বিজেপির দু’বারের জেতা কেন্দ্রে এবার তৃণমূলের তুরুপের তাস ‘বিহারীবাবু’ শত্রুঘ্ন সিনহা। বাংলার বাসিন্দা নন তিনি। ভোট-উৎসবে শামিল হতে রবিবারই হাজির হয়েছেন আসানসোলে। আপাতত এখানে থেকেই টানা প্রচার চলবে বলিউডের এক সময়ের এই সুপারস্টারের। রবিবার রাতে আসানসোলে পা রেখেই শত্রুঘ্ন সিনহা একেবারে ফিল্মি কায়দায় বিরোধীদের ‘খামোশ’ বার্তা দিয়েছেন। জানিয়েছেন, ‘মমতাদিদি’র খেলা এবার আসানসোলেও হবে। তিনিই সবাইকে চুপ করিয়ে দেবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রবিবার সন্ধ্যায় মুম্বই থেকে অন্ডাল বিমানবন্দরে নামেন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁকে স্বাগত জানান মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার মনোনয়নপত্র জমা দিলেন তিনি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shatrughan Sinha: হুড খোলা জিপে শত্রুঘ্ন সিনহা, আসানসোল লোকসভা উপনির্বাচনে মনোনয়ন পেশ 'তারকা' তৃণমূল প্রার্থীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল