TRENDING:

Jhargram News : জঙ্গলমহলদের মহিলাদের স্বনির্ভর করতে শুরু হল সেলাই প্রশিক্ষণ শিবির

Last Updated:

জঙ্গলমহলের মহিলাদের এবার স্বনির্ভর করতে শুরু হল সেলাই প্রশিক্ষণ শিবির। কেবলমাত্র প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণের পাশাপাশি নিজের প্রতিষ্ঠান খোলার জন্য ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সরকারি ভর্তুকিযুক্ত ঋণেরও ব্যবস্থা করা হচ্ছে। হলে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি স্বনির্ভর হয়ে উঠবে জঙ্গলমহলের মহিলারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : জঙ্গলমহলের মহিলাদের এবার স্বনির্ভর করতে শুরু হল সেলাই প্রশিক্ষণ শিবির। কেবলমাত্র প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণের পাশাপাশি নিজের প্রতিষ্ঠান খোলার জন্য ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সরকারি ভর্তুকিযুক্ত ঋণেরও ব্যবস্থা করা হচ্ছে। হলে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি স্বনির্ভর হয়ে উঠবে জঙ্গলমহলের মহিলারা।
advertisement

আরও পড়ুন: আলো আর আলো… কান্দিজুড়ে আতশবাজি প্রদর্শনী! শয়ে শয়ে মানুষের ঢল

শুক্রবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের দলকুলি গ্রামের ৪০জন মহিলাকে নিয়ে স্বাবলম্বন কানেক্ট কেন্দ্রের উদ্যোগে পাঁচ দিনের সেলাই প্রশিক্ষণের শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী ও রাধানগর এর বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ ঘোষ।

advertisement

আরও পড়ুন: কোলাহলের মাঝে আদিবাসী সংস্কৃতিতে মোড়া আশ্রম! একবেলা কাটিয়ে দিলে শান্তির খোঁজ

মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার পর ব্যবসা শুরু করার জন্য সংশ্লিষ্ট দফতরেরট্রেড লাইসেন্স এবং এমএসএমই সার্টিফিকেটও প্রদান করা হবে বিনামূল্যে। তার পাশাপাশি ব্যবসা শুরু করার জন্য অর্থের যোগানের জন্য সরকারি ভর্তুকিযুক্ত স্বল্প সুদের হারে ব্যাঙ্কের থেকে ঋণেরও ব্যবস্থা করবে স্বাবলম্বন কানেক্ট কেন্দ্র।

advertisement

জঙ্গলমহলে এই প্রথম সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে স্বাবলম্বন কানেক্ট কেন্দ্রের উদ্যোগে। এরপর জঙ্গলমহলের মহিলাদের বিউটিশিয়ানের কোর্সও করান হবে কেন্দ্রের উদ্যোগে। ঝাড়গ্রাম শহরের বামদা রেলগেট সংলগ্ন এলাকায় স্বাবলম্বন কানেক্ট কেন্দ্রের কার্যালয় রয়েছে। যেখানে মহিলারা স্বনির্ভর হওয়ার জন্য যোগাযোগ করলেই তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের বন্দোবস্ত করে থাকে স্বাবলম্বন কানেক্ট কেন্দ্র।

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News : জঙ্গলমহলদের মহিলাদের স্বনির্ভর করতে শুরু হল সেলাই প্রশিক্ষণ শিবির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল