West Bardhaman News : কোলাহলের মাঝে আদিবাসী সংস্কৃতিতে মোড়া এক টুকরো আশ্রম! একবেলা কাটিয়ে দিলেই পাবেন শান্তির খোঁজ
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
বর্তমানে এই আশ্রমে শুধু জেলার মানুষ নন, পড়শি জেলা এবং পড়শি রাজ্য থেকেও অনেকে ঘুরতে আসেন।
আসানসোল, পশ্চিম বর্ধমান : ব্যস্ত শহরের কোলাহলে বিরক্ত হয়ে উঠেছেন? হাতে সময় কম? তাহলে আপনার হাতের কাছেই রয়েছে শান্তির ঠিকানা। ব্যস্ত শহরের মাঝেও যেখানে আপনি কাছে পাবেন নির্জন প্রকৃতি, আধ্যাত্মিক পরিবেশ এবং ভরপুর আদিবাসী সংস্কৃতি। যেখানে ঘুরতে গিয়ে অনায়াসে একটা বেলা নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায়। ছোট্ট এই ভ্রমণে পাওয়া যাবে অন্যরকম স্বাদ।
ছোট্ট এক দিনের ছুটিতে তার জন্য আপনাকে পৌঁছতে হবে কুলটির নিয়ামতপুরের সিংরাই বাবার আশ্রমে। ব্যস্ত শহরে অবস্থিত হয়েও কোলাহল, ভিড় থেকে খানিকটা মুক্ত এই জায়গা। আদিবাসী সংস্কৃতি এই আশ্রমটিকে পুরোপুরিভাবে ঘিরে রেখেছে। একই সঙ্গে এই আশ্রমে আদিবাসী সম্প্রদায়ের একাধিক দেবদেবীর পুজো হয়। পুজো হয় হিন্দুদের দেবীদেরও।
আদিবাসীদের বিভিন্ন দেবদেবীর পুজো হয় এই আশ্রমে। পাশাপাশি দুর্গাপুজো, কালী পুজোর আয়োজন করা হয় এখানে। তবে এই আশ্রমটি প্রকৃতিকে অক্ষুন্ন রেখেই তৈরি করা হয়েছে। যা দেখে স্পষ্ট ভাবে বোঝা যায় এই আশ্রমে প্রকৃতিরও আরাধনা করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘রাত দখল’-এ ছিল কৃষ্ণনগর কাণ্ডে অভিযুক্ত রাহুল! চেয়েছিলেন মমতার পদত্যাগও, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
বর্তমানে এই আশ্রমে শুধু জেলার মানুষ নন, পড়শি জেলা এবং পড়শি রাজ্য থেকেও অনেকে ঘুরতে আসেন। বিহার, ঝাড়খন্ড থেকে নিয়মিত ভাবে বিভিন্ন মানুষ আসেন এখানে। পুরুলিয়া, বাঁকুড়া থেকেও অনেকে ঘুরতে আসেন। ব্যস্ত শহরের মাঝে শান্তির ঠিকানা হিসেবে এই আশ্রমটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে সকলের কাছে। চাইলে আপনিও একবেলায় ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 19, 2024 2:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : কোলাহলের মাঝে আদিবাসী সংস্কৃতিতে মোড়া এক টুকরো আশ্রম! একবেলা কাটিয়ে দিলেই পাবেন শান্তির খোঁজ