Laxmi Puja 2024: আলো আর আলো... কান্দিজুড়ে আতশবাজি প্রদর্শনী! শয়ে শয়ে মানুষের ঢল
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Laxmi Puja 2024: বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ আতশবাজি প্রদর্শনী দেখার জন্য ভিড় জমায়, রাজ্যে সড়কের রাস্তার দু'ধারে একরাতের জন্য বসে বিশাল মেলাও।
মুর্শিদাবাদ: লক্ষ্মীপুজো উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরেও কান্দি মনোহরপুরে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হল। বিগত বেশ কিছু বছর বৃষ্টি ও কোভিড মহামারি পরিস্থিতির কারণে বন্ধ থাকলেও এবছর আবার আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয় শুক্রবার রাতে। প্রদর্শনী দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। কান্দির পাশেই অবস্থিত মনোহরপুর গ্রাম।
জানা গিয়েছে, শুক্রবার রাতে মনোহরপুর গ্রামের লক্ষ্মীপুজো কমিটির পরিচালনায় কয়েক লক্ষ টাকা বাজেটের এই আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়। যা এককথায় ছিল একেবারে তাক লাগিয়ে দেওয়ার মতো। বাজিগুলির মধ্যে বিশেষভাবে চোখ টেনেছে বিশাল উচ্চতার কদম গাছের বাজি ও চড়কি আতশবাজি। এছাড়াও বিভিন্ন রংবেরঙের তুবড়ি বাজির প্রদর্শন হয়।
আরও পড়ুন: ‘রাত দখল’-এ ছিল কৃষ্ণনগর কাণ্ডে অভিযুক্ত রাহুল! চেয়েছিলেন মমতার পদত্যাগও, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ আতশবাজি প্রদর্শনী দেখার জন্য ভিড় জমায়, রাজ্যে সড়কের রাস্তার দু’ধারে একরাতের জন্য বসে বিশাল মেলাও। তবে সাবধানতা অবলম্বনে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছিল কান্দি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যাতে এই আতশবাজি প্রদর্শনীতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রাখছিল কান্দি থানার পুলিশ। বহরমপুর সাঁইথিয়া রাজ্য সড়কের ওপর পুলিশ মোতায়েন করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 19, 2024 3:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Laxmi Puja 2024: আলো আর আলো... কান্দিজুড়ে আতশবাজি প্রদর্শনী! শয়ে শয়ে মানুষের ঢল