TRENDING:

South 24 Parganas News: ৭ ফুট লম্বা, রাক্ষুসে চেহারা, ফলতার খালে কালো কুচকুচে ওটা কী! কাছে যেতেই হাড়হিম সকলের

Last Updated:

South 24 Parganas News: ফলতার কাঁটাখালির গিলেতলা এলাকায় দেখা গেল একটি পূর্ণবয়স্ক কুমির। হুগলি নদী থেকে ডাঙায় উঠে কুমিরটি পাশে থাকা একটি খালে চলে এসেছিল। এই এলাকায় সচারাচর কুমির দেখা যায়না, ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফলতা: ফলতার কাঁটাখালির গিলেতলা এলাকায় দেখা গেল একটি পূর্ণবয়স্ক কুমির। হুগলি নদী থেকে ডাঙায় উঠে কুমিরটি পাশে থাকা একটি খালে চলে এসেছিল। এই এলাকায় সচারাচর কুমির দেখা যায়না, ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement

এই ঘটনার পর ফলতা থানায় খবর দেয় স্থানীয়রা। এরপর সেখান থেকে খবর দেওয়া হয় বনদফতরে। সেখান থেকে বনদফতরের কর্মীরা এসে কুমিরটিকে উদ্ধার করে।  কুমিরটি প্রায় ৭ ফুট লম্বা। জোয়ারের সময় কোনও কারণে এই কুমিরটি চলে এসেছিল বলে মনে করছেন সকলেই। কিন্তু ফলতায় সচারাচর কুমির দেখতে পাওয়া যায় না, যা ভাবাচ্ছে সকলকে।

advertisement

আরও পড়ুন-মাত্র ৫৩-তে সব শেষ…! অকালে চলে গেলেন বিখ্যাত অভিনেতা, বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ

এই কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ভগবৎপুরে। সেখানে কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এছাড়াও কীভাবে কুমিরটি অত দূরে চলে গেল তাও দেখা হবে। এরপর কুমিরটিকে ছাড়া হবে সুন্দরবনের জঙ্গলে খাঁড়ি এলাকায়।

আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! মঙ্গলের গোচরে ৭ রাশির চরম দুঃসময়, আর্থিক সঙ্কট-স্বাস্থ্যহানি, জীবন ‘নরক’ হবে কাদের? জানুন আপনার কপালে কী

advertisement

এদিকে কুমির আসার খবর শুনেই স্থানীয় বাসিন্দারা খালপাড়ে ভিড় জমান। খালে জল কম থাকায় কুমিরটি পরিষ্কার দেখা যাচ্ছিল। ফলে ভিড় বাড়ছিল। এরপর বনদফতরের কর্মীরা এসে প্রায় ঘন্টা দু’য়েকের চেষ্টায় কুমিরটিকে বাগে আনে। কুমিরটিকে ধরার পর স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই এলাকায় আগে কুমির আসেনি। ফলে এখন কীভাবে এল কিংবা আরও অন্য কুমির এসেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

নবাব মল্লিক 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ৭ ফুট লম্বা, রাক্ষুসে চেহারা, ফলতার খালে কালো কুচকুচে ওটা কী! কাছে যেতেই হাড়হিম সকলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল