Popular Actor Death: মাত্র ৫৩-তে সব শেষ...! অকালে চলে গেলেন বিখ্যাত অভিনেতা, বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Popular Actor Death: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা ফিশ ভেঙ্কট৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর৷
বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা ফিশ ভেঙ্কট৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর৷ একাধিক অঙ্গ ব্যর্থতার কারণে মৃত্যু হয়েছে এই তেলেগু অভিনেতার।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা৷ ভেঙ্কটের ডায়ালাইসিস চলছিল। রিপোর্টে বলা হয়েছে, যে গত সপ্তাহে তার স্বাস্থ্যের তীব্র অবনতি হয়েছিল। জানা গেছে যে তিনি কিডনি এবং লিভারের সমস্যায় ভুগছেন। অভিনেতাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।
advertisement
advertisement
অভিনেতার পরিবারের আর্থিক সহায়তার প্রয়োজন ছিল, তার মেয়ে চিকিৎসার জন্য ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন। পবন কল্যাণ এবং বিশ্বক সেনের মতো অভিনেতারা ভেঙ্কটের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বলে জানা গেছে।
advertisement
ভেঙ্কট তার হাস্যরসাত্মক অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। তাকে নিয়মিত তেলেঙ্গানা ভাষার চরিত্রে দেখা যেত। গাব্বার সিং, আধুরস, ডিজে টিল্লু এবং খাইদি নং ১৫০ হল ভেঙ্কটের কিছু বিখ্যাত সিনেমা। চমৎকার কমিক টাইমিংয়ের প্রতিভাধর এই অভিনেতা মাছ বাজারে তার একটি হাস্যরসাত্মক দৃশ্য ভাইরাল হওয়ার পর তার ডাকনাম ‘ফিশ ভেঙ্কট’ পেয়েছিলেন। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 1:02 PM IST