Indian Railways Viral Video: ট্রেনের টয়লেটে ঢুকেই শুরু, তারপরই ক্যামেরা অন করে যা দেখাল 'সুন্দরী' মেয়েটি...! ছিটকে গেল সকলে, নিমেষে ভাইরাল 'সেই' ভিডিও

Last Updated:

Indian Railways Viral Video: সম্প্রতি একটা মেয়েও এমন একটা রিল বানিয়েছিল যা দেখে লোকেরা রীতিমতো ছিটকে গেল, এবং তাকে ট্রোল করতে শুরু করল।

News18
News18
আজকাল মানুষ ভাইরাল হওয়ার ব্যাপারে এতটাই মগ্ন যে তারা যেকোন কিছু করে বিখ্যাত হতে চায়। এই ব্যাপারে তারা অদ্ভুত সব রিল বানিয়ে পোস্ট করে। সম্প্রতি একটা মেয়েও এমন একটা রিল বানিয়েছিল যা দেখে লোকেরা রীতিমতো ছিটকে গেল, এবং তাকে ট্রোল করতে শুরু করল। মেয়েটি ট্রেনের টয়লেটে ভেতরে গিয়ে রিল বানিয়ে এমন কিছু দেখাল, যা দেখেই নেটিজেনরা বলেছে-সে তো বাথরুমকেও রেহাই দেয়নি! কী আছে সেই ভিডিওতে, ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও৷
১৮ হাজারেরও বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহারকারী কল্পনা শর্মাকে ফলো করেন। সম্প্রতি, কল্পনা একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি একটি ট্রেনের টয়লেটে ঢুকে রিল বানাচ্ছেন। এই ভিডিওতে, তিনি শাহরুখ খান এবং গায়ক অভিজিতের গান – ‘সুনিয়ে তো…’-তে পারফর্ম করছেন। এবং তিনি ভিডিওতে কিছু জঘন্য জিনিস দেখিয়েছেন।
advertisement
advertisement
মেয়েটি ট্রেনের ওয়াশরুমে ঢুকে রিল বানানোর সময় ওয়াশরুমের ভিতরের টয়লেট সিটটি দেখা যায়, যার সঙ্গে একটি শিকল দিয়ে বাঁধা নোংরা মগও দেখা যায়। টয়লেটটি এতটাই নোংরা ছিল যা দেখে দর্শকদের ভিডিও দেখার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়। তারপর সে আয়নায় নিজেকে দেখাতে শুরু করে। আয়নাটিও খুব একটা পরিষ্কার নয় এবং তার মুখও ঝাপসা দেখাচ্ছে। এই নোংরা টয়লেট ব্যবহারের পরে সাধারণত কেউ আর একমুহূর্ত সেখানে থাকতে চাইবে না, কিন্তু এই মেয়েটি সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে।
advertisement
ঝড়ের গতিতে এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ এবং চরম ভাবে মেয়েটিকে ট্রোল করা হচ্ছে। ভিডিওটি ৩২ লক্ষ ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলেছেন- ‘এই লোকেরা ট্রেনের বাথরুমকেও রেহাই দেয় না।’ অন্যজন বলেছেন- ‘মানুষের কী অদ্ভুত মানসিকতা, এমনকি টয়লেটও নিরাপদ নয়!’ এছাড়াও অনেকে কমেন্টে খুব আপত্তিকর কথাও লিখছেন। মেয়েটির এই রিল দেখে রাতের ঘুম উড়েছে মানুষের।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Indian Railways Viral Video: ট্রেনের টয়লেটে ঢুকেই শুরু, তারপরই ক্যামেরা অন করে যা দেখাল 'সুন্দরী' মেয়েটি...! ছিটকে গেল সকলে, নিমেষে ভাইরাল 'সেই' ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement