এক সময় যেখানে মেয়েদের ক্যারাটে শেখার প্রবণতা ছিল খুবই কম। সেখানে আজ ছেলেদের তুলনায় মেয়েরা বেশি উৎসাহের সঙ্গে এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। বর্তমান সমাজে মেয়েদের নিরাপত্তা দিন দিন কমে যাচ্ছে। সেই জায়গাতে আজ মেয়েদের জন্য এই আত্মরক্ষার কৌশল শেখা একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমাজে বিভিন্ন ধরনের হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় মেয়েদের জন্য এই ক্যারাটে একটি অত্যন্ত কার্যকরী হাতিয়ার।
advertisement
প্রশিক্ষণপ্রাপ্ত সঞ্জিতা পাল, অন্বেষা পরামানিক, সুমিত্রা বরাট জানান, আমরা এমন এক সমাজে বসবাস করি, যেখানে মেয়েরা প্রায়ই নানা ধরনের সমস্যার শিকার হন। তাই মেয়েদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখা অপরিহার্য। ক্যারাটে একজন মেয়েকে শুধুমাত্র আত্মরক্ষা করতেই শেখায় না, বরং কীভাবে সাহসিকতার সঙ্গে জীবনের প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয় তাও শেখায়।
আরও পড়ুন : পুজোর আগেই শীতের গন্ধ নিয়ে হাজির, আগেভাগেই গাছে হাঁড়ি ঝোলালো শিউলিরা! কেন জানলে চমকে যাবেন
অন্যদিকে ক্যারাটে প্রশিক্ষক সুরজিৎ পরামানিক বলেন, সব অভিভাবকের উচিত ছোটবেলা থেকেই তাদের সন্তানদের সেলফ ডিফেন্স শেখানোর প্রতি মনোযোগী হওয়া। একটি মেয়ে যদি শৈশব থেকেই আত্মরক্ষার কৌশল রপ্ত করতে পারে, তবে সে ভবিষ্যতে যে কোনও সংকটে দৃঢ়ভাবে মোকাবিলা করতে সক্ষম হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে ক্যারাটে শুধুমাত্র একটি মার্শাল আর্ট নয়, বরং এটি প্রত্যন্ত গ্রামের মেয়েদের জীবনে আত্মবিশ্বাস ও স্বাবলম্বীতার প্রতীক হয়ে উঠছে। এর মাধ্যমে গড়ে উঠছে এমন এক সাহসী প্রজন্ম, যাঁরা ভয় নয়, বরং সাহস ও আত্মবিশ্বাস নিয়েই সমাজে এগিয়ে যেতে শিখছে।