ভর সন্ধ্যায় দিল্লিতে এমন এক মর্মান্তিক ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। পরপর একাধিক গাড়িতে আগুন, একসঙ্গে এতজনের মৃত্যুর ঘটনায় দেশের সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনার পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে শুরু হয়েছে তল্লাশি।
advertisement
রেলশহর হিসেবে পরিচিত খড়গপুর। প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত এই খড়গপুর স্টেশন দিয়ে। একাধিক দূরপাল্লার ট্রেনের যাতায়াতের অন্যতম পথ এই খড়গপুর এবার সেই খড়গপুর স্টেশনেও একইভাবে স্নিফার ডগ নিয়ে তল্লাশি অভিযান চালায় রেলের উচ্চপদস্থ আধিকারিক ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশেরা। স্টেশনে একাধিক প্লাটফর্মে এই তল্লাশি অভিযান চলে। রাত পর্যন্ত চলে এই অভিযান।
একইভাবে জেলার সদর শহরে অবস্থিত মেদিনীপুর রেলস্টেশনে তল্লাশি অভিযানে নামে রেলপুলিশ। স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাড়িতে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং চালানো হয়। দিল্লির পাশাপাশি জঙ্গলমহলেও নাশকতার কোনও ছক রয়েছে কিনা বা অপ্রীতিকর কোনও ঘটনা এড়াতে টানা তল্লাশি রেলপুলিশের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুপ্রিম নির্দেশিকার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে যাত্রীদের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার স্বার্থে এই তল্লাশি অভিযান। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলি যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের আগের দিন তল্লাশি অভিযান চালায় রেলপুলিশ। তবে এদিন দিল্লির ঘটনার পর দিকে দিকে চলছে অভিযান।





