Durgapur: ফুটবল খেলে ফেরার পথে দুর্ঘটনা! ওভারটেক করতে গিয়ে উলটো দিক থেকে আসা লরিতে সজোরে ধাক্কা বোলেরোর, আহত ৪ খেলোয়াড়

Last Updated:

Durgapur Accident: দুর্গাপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে সাংঘাতিক দুর্ঘটনা। সোমবার রাতে একটি বোলেরো গাড়ির সঙ্গে ১২ চাকা লরির মুখোমুখি সংঘর্ষে আহত ৪ ফুটবল খেলোয়াড়।

বোলেরো গাড়ির সঙ্গে ১২ চাকা লরির মুখোমুখি সংঘর্ষ
বোলেরো গাড়ির সঙ্গে ১২ চাকা লরির মুখোমুখি সংঘর্ষ
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তী: ৬০ নম্বর জাতীয় সড়কে সাংঘাতিক দুর্ঘটনা। একটি বোলেরো গাড়ির সঙ্গে ১২ চাকা লরির মুখোমুখি সংঘর্ষ। সোমবার রাতে আসানসোলের হরিপুর এলাকায় দুর্ঘটনার জেরে আহত ৪ জন ফুটবল খেলোয়াড়।
পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভার অন্তর্গত হরিপুর থেকে যাওয়ার ৬০ নম্বর জাতীয় সড়কের শোনপুর মোড়ের সামনে একটি ১২ চাকার লরি ও একটা বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় আহত হন একাধিক। জানা যাচ্ছে, বোলেরো গাড়িটি ছিলেন প্রায় আট জন ফুটবল খেলোয়াড়। বীরভূম থেকে ফুটবল খেলে বাড়ি ফিরছিলেন তারা।
আরও পড়ুনঃ দুষ্কৃতী হামলার শিকার রেলযাত্রী! ট্রেন থেকে নামতেই এলোপাথাড়ি ছুরির কোপ! র*ক্তাক্ত ঝালদা স্টেশন
স্থানীয় সূত্রে খবর, একটি স্করপিও এবং একটি বোলেরোতে চেপে রাতে ফিরছিলেন খেলোয়াড়রা। দুই গাড়ির মধ্যে চলছিল ওভারটেক। এমন সময়ে উলটো দিক থেকে আসছিল একটা ১২ চাকা লরি। বোলেরো গাড়িটি বুঝতে না পেরে সজোরে ধাক্কা মারে লরিতে। একেবারে দুমড়ে মুচড়ে যায় বোলেরো গাড়িটি। ক্ষতিগ্রস্ত হয়েছে লরির সামনের অংশও।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চলন্ত বাইক থেকে পড়ে লরির চাকায় পিষে গেল মহিলার মাথা, অথচ কোলে থাকা সন্তান অক্ষত! বুক ফাটা দৃশ্য চন্দ্রকোনায়
চালক গুরুতর আহত। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানা ও পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডকে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দুর্গাপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur: ফুটবল খেলে ফেরার পথে দুর্ঘটনা! ওভারটেক করতে গিয়ে উলটো দিক থেকে আসা লরিতে সজোরে ধাক্কা বোলেরোর, আহত ৪ খেলোয়াড়
Next Article
advertisement
West Bengal Weather Update: জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
  • জেলায় জেলায় শীতের আমেজ

  • আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা?

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement