TRENDING:

AC Bangaon Local: এসি বনগাঁ লোকাল ছুটে বেরল ১০০ কিমি গতিতে, অশোকনগরে প্ল্যাকার্ড হাতে স্টেশনে চলছে বিক্ষোভ, আদৌ পাবে স্টপেজ?

Last Updated:

 AC Bangaon Local: অশোকনগরবাসীদের দাবি রীতিমতো ধুলোয় উড়িয়ে দিয়ে এসি লোকাল ট্রেন প্রায় ১০০ কিলোমিটার গতিতে অশোকনগর স্টেশন অতিক্রম করে ছুটে গিয়েছে শিয়ালদহের দিকে।‌

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অশোকনগর, রুদ্র নারায়ণ রায়: বনগাঁ-শিয়ালদহ শাখায় ইতিহাস তৈরি করে চাকা গড়িয়েছে এসি লোকাল ট্রেনের। নিত্যযাত্রীদের বহু আকাঙ্ক্ষিত এই এসি লোকাল ট্রেন চালু হওয়ায়, যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হলেও মন খারাপ অশোকনগর-সহ জেলার বেশ কিছু এলাকার বাসিন্দাদের। শিয়ালদহ-রানাঘাট প্রথম এসি লোকাল ট্রেন  ১১ অগাস্ট থেকে চালু হতে, আশায় বুক বাঁধছিলেন বনগাঁ শাখার নিত্যযাত্রীরা। তবে বনগাঁ লাইনের গুরুত্বপূর্ণ স্টেশন অশোকনগর রোড-সহ বেশ কিছু স্টেশনে স্টপেজ না থাকায় হতাশ এই শাখার হাজার হাজার ট্রেন যাত্রী।
এসি লোকাল ট্রেনের গতি
এসি লোকাল ট্রেনের গতি
advertisement

এসি লোকালের সময়সূচির মধ্যে অশোকনগরে স্টপেজ না থাকায় কারণে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দল-সহ সংগঠন তারা স্টপেজের দাবিতে কর্মসূচি গ্রহণ করেন। এমনকি অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকেও দেখা যায় এসি ট্রেনের স্টপেজের দাবিতে রেলের কাছে বিশেষ আবেদন জানাতে। তারপরও বিধায়ক-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের আবেদন উপেক্ষা করেই দ্বিতীয় দিনও অশোকনগর স্টেশনের বুক চিরেই বেরিয়ে যায় এসি লোকাল। স্টেশনে তখন প্রায় কয়েকশ যাত্রী দাঁড়িয়ে।

advertisement

আরও পড়ুনঃ ২ মিনিটেই বানিয়ে ফেলুন মতিচুরের লাড্ডু, ছোট্ট ‘এই’ পদ্ধতি মানলে উৎসবে তাক লাগাবে আপনার বানানো মিষ্টি, জানুন রেসিপি

প্রথমদিনই এসি লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে এসএফআইয়ের পক্ষ থেকে সকাল থেকেই স্টেশনে ফ্লেক্স ফেস্টুন নিয়ে হাজির হতে দেখা যায় যুব বাম নেতাদের। বাম ছাত্র সংগঠনের কর্মী সমর্থক-সহ অশোকনগরবাসীদের দাবি রীতিমতো ধুলোয় উড়িয়ে দিয়ে এসি লোকাল ট্রেন প্রায় ১০০ কিলোমিটার গতিতে অশোকনগর স্টেশন অতিক্রম করে ছুটে গিয়েছে শিয়ালদহের দিকে।‌ তবে হাল ছাড়তে নারাজ এসএফআইয়ের কর্মী-সমর্থকদের দাবি, যতদিন না অশোকনগর স্টেশনে এসি লোকাল ট্রেনের স্টপেজ দিচ্ছে ততদিন তাদের কর্মসূচি জারি থাকবে।

advertisement

আরও পড়ুনঃ বাড়িতে টেনে আনে বিষাক্ত সাপ! দারুণ সুগন্ধি এই গাছের পরিচিতি ‘রাতের রানি’ নামে! ফুল, পাতা সবই ভীষণ উপকারি, আপনার বাড়িতে রয়েছে? সাবধান…

অশোকনগরের প্রতিদিন হাজার হাজার মানুষ কর্মসূত্রে কলকাতা শহরে যান লোকাল ট্রেনের মাধ্যমে। এসি লোকাল ট্রেন অশোকনগর স্টেশনে স্টপেজ দিলে উপকৃত হতেন সাধারণ মানুষ এমনই কথা জানালেন সকালের ট্রেন ধরতে আসা নিত্য যাত্রীরা। বিষয়টি নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে সই সংগ্রহ থেকে প্রতিবাদ সভা এমনকি এসি লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে তৃণমূল, বিজেপি ও সিপিএম কর্মীদের মুখেও শোনা গেল একই সুর। এখন দেখার বিষয়, আদৌ কি অশোকনগর রোডে স্টপেজ দেবে এসি লোকাল ট্রেন! নাকি গতিবেগ বাড়িয়ে প্রতিদিন ট্রেন ছুটে বেরিয়ে যাবে অশোকনগরের নিত্যযাত্রীদের আশাহত করে।

advertisement

রেলের তরফে জানানো হয়েছে, বিষয়টি ভাবনাচিন্তা করা হচ্ছে ও উপর মহলে জানানো হয়েছে। নিত্যযাত্রী শান্তনু কর জানালেন, সাধারণ লোকাল ট্রেনের তুলনায় এসি ট্রেনে নির্দিষ্ট স্টেশনে স্টপেজ হওয়ার কারণে অনেকাংশেই ফাঁকা যাচ্ছে ট্রেনটি। এই জায়গায় দাঁড়িয়ে রেলেরও কিছুটা ক্ষতি হচ্ছে আয়ে। তাই বাকি স্টেশনগুলিতেও স্টপেজ দিলে বহু যাত্রী অতিরিক্ত টাকার টিকিট কেটেই এসি ট্রেনে চড়ার আগ্রহ দেখাবেন। ফলে আখেরে লাভ হবে রেলেরই। তবে এই এসি লোকাল ইস্যুতে শাসক বিরোধী সুর মিলে যাওয়ায় আন্দোলন আরও বড় আকার নেবে বলেই অনুমান বিশেষজ্ঞ মহলের। সেক্ষেত্রে শাসক বিরোধী শিবিরকে এক যোগে এনে, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বড় ইস্যু তৈরি হতে পারে অশোকনগরের রাজনীতিতে বলেও মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

advertisement

Rudra Narayan Roy 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
AC Bangaon Local: এসি বনগাঁ লোকাল ছুটে বেরল ১০০ কিমি গতিতে, অশোকনগরে প্ল্যাকার্ড হাতে স্টেশনে চলছে বিক্ষোভ, আদৌ পাবে স্টপেজ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল