রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এসইউডিআই এর তত্ত্বাবধানে, হুগলির উত্তরপাড়া কোতরং পুরসভা এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে জেলার বিভিন্ন শিল্পীদের উৎসাহিত করতে তৈরি করা হচ্ছে বিভিন্ন ভাস্কর্য এবং সেগুলোকে স্থাপন করা হবে শহরের বিভিন্ন জনবহুল জায়গায়। এরই সূচনা ঘটেছে উত্তরপাড়া দোলতলা ঘাট থেকে। যেখানে পুরাতন ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির একটি ভাস্কর্য স্থাপত্য। যেকোন অপ্রয়োজনীয় জিনিস থেকেই যে শিল্প গড়ে তোলা যায় তারই নিদর্শন দিয়েছেন হুগলি উত্তরপাড়া পুরসভা।
advertisement
আরও পড়ুন: রহস্যময় অনন্তের হাতছানি! ISRO-তে মহাকাশবিজ্ঞান নিয়ে জানার বিশেষ সুযোগ পেল তারকেশ্বরের স্কুলছাত্র
এই বিষয়ে উত্তরপাড়া পুরসভার পুর প্রধান দিলীপ যাদব বলেন, যে স্থাপত্য ভাস্কর্য তৈরি হচ্ছে তা পুরোটাই বজ্র পদার্থ দিয়ে। শুধু তাই নয় তিনি একই সঙ্গে এলাকার সমস্ত মানুষের কাছে আবেদন জানান যাতে এলাকার মানুষ তাদের অপ্রয়োজনীয় বজ্র পদার্থ এদিকে ওদিকে যত্রতত্র ফেলে নোংরা না বাড়িয়ে সেটিকে যথাযথভাবে পুরসভার হাতে তুলে দেয়। তাহলে সেগুলি দিয়ে যে শিল্প তৈরি হতে পারে সেই শিল্প উপহার পাবেন আবার শহরবাসীরাই। এর মধ্যে দিয়ে একদিকে যেমন শহরে যত্রতত্রের ময়লা আবর্জনা ফেলার প্রবণতা কমবে একই সঙ্গে বাড়বে শহরের শিল্প মনস্ক মানুষদের চিন্তাভাবনার প্রসার একইসঙ্গে শহর সেজে উঠবে নানা ভাস্কর্য শিল্প দিয়ে।
রাহী হালদার





