২৪ ঘণ্টা ‘ফ্রিজ’ চলছে? না জেনেই ডাকছেন বিপদ…! সপ্তাহে ক’বার, কতক্ষণ বন্ধ রাখা উচিত?
এ বছর ‘অস্বাভাবিক’ বর্ষা! কেন জানেন? গরমকাল শেষ না হতেই চমক…কবে বর্ষা আসছে বাংলায়? জানিয়ে দিল IMD
ফ্রিজে রাখা ডিম কতদিনের মধ্যে খাওয়া উচিত? ডিমের ‘এক্সপায়ারি ডেট’ পেরিয়ে গেলে কী হয়…? জানলে চমকাবেন
advertisement
সমস্ত বাধা অতিক্রম করে কঠিন অনুশীলন দিয়ে তিনি ইতিমধ্যেই জয় করেছেন নর্থ চ্যানেল, ইংলিশ, ক্যাটালিনা,মলোকাই এবং কুক প্রণালী। পাঁচটা চ্যানেল জয় করার পর তার লক্ষ্য ছিল জিব্রাল্টার। তবে এবার তিনি জিব্রাল্টারও জয়লাভ করে ফেললেন।সায়নী দাসের কথায়, এই জিব্রাল্টার চ্যানেলটি স্পেন এবং মরক্কোর মাঝখানে। অন্যান্য চ্যানেলের তুলনায় এই চ্যানেলটি পার করার দূরত্ব কম হলেও কিন্তু প্রতিকূলতা অনেক বেশি। তার কারণ হাঙ্গরের আক্রমণ অনেক বেশি হয়। এছাড়াও অতিরিক্ত সমুদ্র স্রোতের সমস্যাও থাকে। সেকারণে একাধিক প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে তাঁকে এই চ্যানেল জয়লাভ করতে হয়েছে।
সায়নীর আগামী দিনের লক্ষ্য, তার জীবনের এই অভিজ্ঞতাগুলিকে কাজে লাগিয়ে আগামী দিনে ভারতবর্ষে সাঁতারের প্রশিক্ষক হিসেবে কাজ করে নতুন সাঁতারুদের উচ্চতায় পৌঁছে নিয়ে যাওয়া। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে সায়নি।ছোট বয়সেই বাবার হাত ধরে সাঁতারে হাতেখড়ি তার।
তারপর থেকে কঠিন অনুশীলনের মাধ্যমে তিনি নিজেকে সাঁতারু হিসেবে গড়ে তুলেছেন। বর্তমান সায়নীর স্বপ্ন বা ইচ্ছা সে সপ্তসিন্ধু জয় করবে। সপ্তসিন্ধুর মধ্যে ইতিমধ্যেই ছয়টি চ্যানেল জয়লাভ করেছেন তিনি। সবশেষে আর বাকি রইল সুগারু স্ট্রেট। এই স্ট্রেট জয়লাভের জন্যও খুব তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করবেন বর্ধমানের সায়নী দাস।
বনোয়ারীলাল চৌধুরী