TRENDING:

Satabdi Roy: ৭ জুনের পর হবে সেই বৈঠক, বীরভূম নিয়ে বড় দাবি তুললেন শতাব্দী রায়! তীব্র শোরগোল

Last Updated:

Satabdi Roy: যাত্রী সুবিধার্থে সিউড়ি, রামপুরহাট, মুরারই ও নলহাটি রেল স্টেশনের জন্য বেশ কিছু দাবি বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: যাত্রী সুবিধার্থে সিউড়ি, রামপুরহাট, মুরারই ও নলহাটি রেল স্টেশনের জন্য বেশ কিছু দাবি জানালেন বীরভূম সাংসদ শতাব্দী রায়। পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে এই মর্মে বুধবার তিনি চিঠি দিলেন। চিঠিতে সেই এলাকার যাত্রী সাধারণের যে দাবি তা তুলে ধরেছেন সাংসদ। রেলের কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য শতাব্দী রায় জানান, এই দাবিগুলি ইতিমধ্যে স্ট্যান্ডিং কমিটিতে পেশ করা হয়েছে। জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। আগামী ৭ জুনের পরে দু জনের সুবিধা মত সময়ে দাবি গুলি নিয়ে আমি জেনারেল ম্যানেজারের সঙ্গে বৈঠক বসে আলোচনা করতে চাই।
শতাব্দী রায়ের বড় দাবি
শতাব্দী রায়ের বড় দাবি
advertisement

সিউড়ি রামপুরহাট মুরারই থেকে যাত্রীরা সাংসদের কাছে রেলের যাত্রী সুবিধা নিয়ে নানা দাবি জানান।সিউড়ি স্টেশনে দিঘা-মালদা,বনাঞ্চল এক্সপ্রেস,কামাক্ষ্যা- ব্যাংগালোর,চেন্নাই-এনজিপি ট্রেনগুলির সিউড়ি স্টেশনে স্টপেজের দাবি জানান। সাংসদ চিঠিতে লেখেনে, যেহেতু জেলা সদর, তাছাড়া এলাকার অনেকেই এখান থেকে দূরপাল্লার ট্রেনে যাতায়ত করতে চান, তাই এই সুবিধা দেওয়া উচিত।

advertisement

আরও পড়ুন: এতদিন যা করেননি, শুভেন্দুর নন্দীগ্রামে এবার তাই করবেন অভিষেক! তুমুল চমক তৃণমূলের

করোনার কারণে আসানসোল- মালদা টাউন ট্রেনটি ফের প্রতিদিন চালানোর দাবি করেন।পাশাপাশি সিউড়ি স্টেশনে রেলের পরিচ্ছন্নতার জন্য একটি সার্ভিসিং সেন্টার খোলার কথা জানান। রামপুরহাটে বহু যাত্রী তারা মায়ের জন্য তারাপীঠে আসেন। তাই যাত্রী ভিড় সামাল দিতে যাত্রী পরিষেবা আরো বাড়ানোর দাবি করেন। বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনকে করোনা স্পেশ্যাল করে তার ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। ফের তাকে আগের মতই ফাস্ট প্যাসেঞ্জারে ফিরিয়ে আনার দাবি জানান।

advertisement

আরও পড়ুন: জেলে বসেই শুনলেন চরম দুঃসংবাদ, জীবনকৃষ্ণের জীবনে মারাত্মক ঘটনা! ধুলোয় মিশে গেল প্রিয় জায়গা

বন্ধ থাকা বারানসী শিয়ালদহ ট্রেনটি ফের চলাচল শুরু করুক।বন্দে ভারত ট্রেনের স্টপেজ করা হোক রামপুরহাটে।শতাব্দী এক্সপ্রেস রামপুরহাটের যাত্রীদের কথা ভেবে স্টপেজ দিক।একইভাবে কুলিক এক্সপ্রেস ও যে এম পি – হাওড়া এক্সপ্রেসের স্টপেজের দাবি জানান।নলহাটিতে নলহাটিতে একইভাবে উত্তরবঙ্গ ও গৌড় এক্সপ্রেসের স্টপেজের দাবি জানান হয়। পূর্বরেলের জি এমকে সাংসদ জানান, আসানসোল সিউড়ি মালদা গামী বাসের ভাড়া অত্যধিক বেশি।তাই সাধারণ যাত্রী সুবিধার্থে ফের আগের ট্রেনটি চালু করা হোক। সঙ্গে সিউড়ি শিয়ালদহ ট্রেনের পরিচ্ছন্নতা বজায় রাখা হোক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

—Subhadip Pal

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Satabdi Roy: ৭ জুনের পর হবে সেই বৈঠক, বীরভূম নিয়ে বড় দাবি তুললেন শতাব্দী রায়! তীব্র শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল