Abhishek Banerjee | Suvendu Adhikari: এতদিন যা করেননি, শুভেন্দুর নন্দীগ্রামে এবার তাই করবেন অভিষেক! তুমুল চমক তৃণমূলের

Last Updated:

Abhishek Banerjee | Suvendu Adhikari: বুধবার রাতে চণ্ডীপুরে কর্মসূচি সেরেছেন আজ বৃহস্পতিবার দুপুরে অধিকারী পরিবারেরই সদস্য তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্রে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

যুযুধান
যুযুধান
নন্দীগ্রাম: শুভেন্দু অধিকারীর ‘গড়ে’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা৷ নবজোয়ার কর্মসূচীতে আজ নন্দীগ্রামে মিছিল করতে চলেছেন অভিষেক বন্দোপাধ্যায়। চন্ডীপুর ক্যাম্প থেকে নন্দীগ্রামের সেন্ট্রাল বাস স্ট্যান্ড ক্যাম্প অবধি পদযাত্রা করবেন অভিষেক বন্দোপাধ্যায়। আর এই ২০ কিমি পদযাত্রায় তিনি একাধিক স্থানে থামবেন, বক্তব্য রাখবেন, এমনটাই দলীয় সূত্রে খবর। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, জমি আন্দোলনের ‘শহিদ’ পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক। সম্প্রতি শুভেন্দুর কনভয় দুর্ঘটনায় মৃত যুবকের পরিবারের সদস্যরাও দেখা করবেন তাঁর সঙ্গে।
বুধবার রাতে চণ্ডীপুরে কর্মসূচি সেরেছেন আজ বৃহস্পতিবার দুপুরে অধিকারী পরিবারেরই সদস্য তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্রে প্রচারে নামছেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে এই কর্মসূচিতে ‘অধিকারী’দের শক্তঘাঁটিতে জন-সমর্থনের প্রমাণ দিতে চান অভিষেক। সেই লক্ষ্যেই চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার হেঁটে জনসংযোগের পরিকল্পনা করেছেন তিনি।
advertisement
advertisement
বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্রে কারচুপির অভিযোগ করলেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের ঘটনা তৃণমূলের কাছে কাঁটার মতো বিঁধে রয়েছে। এই পদযাত্রায় শক্তি প্রদর্শনের মাধ্যমে সেই খামতি পূরণের চেষ্টা চালাবে তৃণমূল। নন্দীগ্রামের পদযাত্রা নিয়েই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়৷ তিনি বলেন, বৃহস্পতিবার চন্ডীপুর ক্যাম্প থেকে ২০ কিমি পায়ে হেঁটে নন্দীগ্রাম যাব৷ গদ্দার অধিকারী পারবে? খালি বড় বড় কথা৷ রাস্তায় নামো, দেখি কত তোমার ক্ষমতা। না হয়, কেন্দ্রীয় বাহিনী নিয়েই মিছিল করো।
advertisement
দুই রাজনৈতিক শীর্ষ নেতার মধ্যে বাগযুদ্ধ লেগেই আছে। এবার নন্দীগ্রামের মাটিতে রাজনৈতিক শক্তি প্রদর্শন করতে চায় তৃণমূল কংগ্রেস। চণ্ডীপুর ক্রিকেট গ্রাউন্ড থেকে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রা হবে। এই ২০ কিলোমিটার পদযাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তার মোড়ে মোড়ে পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। জেনে নেবেন তাঁদের সমস্যার কথা। এই পথ পুরোটাই হেঁটে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পদযাত্রার মধ্যেই জনসংযোগ সারবেন অভিষেক।
advertisement
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, চন্ডীপুর থেকে হাঁসচরা হয়ে, রেয়াপাড়া, খোদামবাড়ি, ঠাকুরচক, দেবীপুর, হরিপুর, টেঙ্গুয়া মোড়, বটতলা হয়ে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড অবধি জমায়েতের পরিকল্পনা নেওয়া হয়েছে। ধর্মীয় স্থান পরিদর্শন, স্থানীয় দোকানদার এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা, চা খাওয়ার পর্ব সবটাই থাকছে। নন্দীগ্রাম আন্দোলনকারী শহিদ পরিবারের সঙ্গেও কথা বলবেন অভিষেক। আজ প্রথমবার ২০ কিলোমিটার পুরোটাই হেঁটে জনসংযোগ সারবেন নন্দীগ্রামে৷ আর এই সফর ঘিরেই রাজনৈতিক মহলে আগ্রহ বাড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee | Suvendu Adhikari: এতদিন যা করেননি, শুভেন্দুর নন্দীগ্রামে এবার তাই করবেন অভিষেক! তুমুল চমক তৃণমূলের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement