CPIM: অভিষেকের পর এবার সৃজন, কুড়মিদের বিক্ষোভের মুখে এসএফআই রাজ্য সম্পাদক! যা ঘটল...
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
CPIM: বুধবার খাতড়ায় দলীয় কর্মসূচী সেরে মুকুটমণিপুর যাওয়ার পথে কুড়মিরা এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের গাড়ি আটকে দেয়।
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: এবার এসএফআই রাজ্য সম্পাদকের পথ আটকাল কুড়মি সমাজ। বাঁকুড়ার খাতড়ার দেদুয়া মোড়ে কুড়মিরা আটকে দেয় এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের গাড়ি। কুড়মিদের ঘোষিত কর্মসূচী রয়েছে জঙ্গলমহলে কোন রাজনৈতিক নেতা এলে তাকে ঘেরাও করে পথ আটকাবেন তারা।
সেই কর্মসূচীর মধ্য দিয়ে রাজনৈতিক নেতাদের কাছে তাদের দাবি তুলে ধরে তাদের দলের অবস্থান সম্পর্কে জানতে চাইবেন তারা। বুধবার খাতড়ায় দলীয় কর্মসূচী সেরে মুকুটমণিপুর যাওয়ার পথে কুড়মিরা এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের গাড়ি আটকে দেয়।
advertisement
advertisement
কুড়মি সম্প্রদায় তাঁর কাছে তাদের যে দাবি সেই দাবিও তুলে ধরেন। প্রায় মিনিট পনেরো ধরে আটকে রাখা হয় ওই নেতাকে৷ পরে দলীয় নেতৃত্বের সঙ্গে কুড়মি সমাজকে আদিবাসীকরণের ব্যাপারে আলোচনা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় কুড়মিরা।
advertisement
প্রসঙ্গত, গত শুক্রবার গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙা হয়। ঘটনায় আগেই কুড়মি সমাজের রাজ্য সভাপতি ও শিক্ষক নেতা রাজেশ মাহাতো-সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার, এই ঘটনায় জড়িত অভিযোগে কুড়মি সমাজের আরও এক প্রতিনিধিকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ধৃতের নাম ধনঞ্জয় মাহাতো ওরফে জয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 9:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM: অভিষেকের পর এবার সৃজন, কুড়মিদের বিক্ষোভের মুখে এসএফআই রাজ্য সম্পাদক! যা ঘটল...