CPIM: অভিষেকের পর এবার সৃজন, কুড়মিদের বিক্ষোভের মুখে এসএফআই রাজ্য সম্পাদক! যা ঘটল...

Last Updated:

CPIM: বুধবার খাতড়ায় দলীয় কর্মসূচী সেরে মুকুটমণিপুর যাওয়ার পথে কুড়মিরা এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের গাড়ি আটকে দেয়।

প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: এবার এসএফআই রাজ্য সম্পাদকের পথ আটকাল কুড়মি সমাজ। বাঁকুড়ার খাতড়ার দেদুয়া মোড়ে কুড়মিরা আটকে দেয় এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের গাড়ি। কুড়মিদের ঘোষিত কর্মসূচী রয়েছে জঙ্গলমহলে কোন রাজনৈতিক নেতা এলে তাকে ঘেরাও করে পথ আটকাবেন তারা।
সেই কর্মসূচীর মধ্য দিয়ে রাজনৈতিক নেতাদের কাছে তাদের দাবি তুলে ধরে তাদের দলের অবস্থান সম্পর্কে জানতে চাইবেন তারা। বুধবার খাতড়ায় দলীয় কর্মসূচী সেরে মুকুটমণিপুর যাওয়ার পথে কুড়মিরা এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের গাড়ি আটকে দেয়।
advertisement
advertisement
কুড়মি সম্প্রদায় তাঁর কাছে তাদের যে দাবি সেই দাবিও তুলে ধরেন। প্রায় মিনিট পনেরো ধরে আটকে রাখা হয় ওই নেতাকে৷ পরে দলীয় নেতৃত্বের সঙ্গে কুড়মি সমাজকে আদিবাসীকরণের ব্যাপারে আলোচনা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় কুড়মিরা।
advertisement
প্রসঙ্গত, গত শুক্রবার গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙা হয়। ঘটনায় আগেই কুড়মি সমাজের রাজ্য সভাপতি ও শিক্ষক নেতা রাজেশ মাহাতো-সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার, এই ঘটনায় জড়িত অভিযোগে কুড়মি সমাজের আরও এক প্রতিনিধিকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ধৃতের নাম ধনঞ্জয় মাহাতো ওরফে জয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM: অভিষেকের পর এবার সৃজন, কুড়মিদের বিক্ষোভের মুখে এসএফআই রাজ্য সম্পাদক! যা ঘটল...
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement