TMC: বীরভূমে দলের মধ্যেই এ কী করলেন তৃণমূল নেতা! মারাত্মক ঘটনা, তড়িঘড়ি গ্রেফতার! তোলপাড়

Last Updated:

TMC: খয়রাশোলে তৃণমূলের বেশ কিছু নেতা খুনেও আগে নাম জড়িয়েছিল এই রাজীব পানের।

কী কাণ্ড (ফাইল ছবি)
কী কাণ্ড (ফাইল ছবি)
বোলপুর: বীরভূমে গ্রেফতার তৃণমূল নেতা। গ্রেফতার বীরভূমের খয়রাশোলের কেন্দ্রগড়িয়া গ্রামপঞ্চায়েতের তৃণমূল সদস্য রাজীব পান। তাকে গভীর রাতে তার নিজের বাড়ি থেকে গ্রেফতার করল বীরভূমের খয়রাশোল থানার পুলিশ।
তৃণমূল নেতা কর্মীদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর মন্তব্য লেখা নিয়ে তার বিরুদ্ধে খয়রাশোল থানার তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে গত পরশু খয়রাশোল থানার বিক্ষোভ দেখায় তৃণমূল। পুলিশ আধিকারিকদের কাছে ৪৮ ঘন্টা সময়সীমাও বেঁধে দেন তাঁরা।
advertisement
advertisement
এবং তার আগেই গ্রেফতার করা হয় ফেসবুকে কুরুচিকর মন্তব্য লেখা রাজীব পানকে। আজ তাকে দুবরাজপুর আদালতে তোলা হবে। উল্লেখ্য খয়রাশোলে তৃণমূলের বেশ কিছু নেতা খুনেও আগে নাম জড়িয়েছিল এই রাজীব পানের।
প্রসঙ্গত, দলীয় কোন্দল যেন থামতেই চাইছে না অনুব্রত মণ্ডলের গড়ে। দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কড়া নির্দেশের পরেও প্রকাশ্যে আসছে একের অপরের বিরুদ্ধে আঙুল তোলার ঘটনা। ব্লক সভাপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণ করলেন খয়রাশোলের পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বীরভূম জেলায় অস্বস্তিতে রাজ্যের শাসক দল। সেই সূত্রেই গ্রেফতার তৃণমূল নেতা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: বীরভূমে দলের মধ্যেই এ কী করলেন তৃণমূল নেতা! মারাত্মক ঘটনা, তড়িঘড়ি গ্রেফতার! তোলপাড়
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement