Scam | Jibankrishna Saha: জেলে বসেই শুনলেন চরম দুঃসংবাদ, জীবনকৃষ্ণের জীবনে মারাত্মক ঘটনা! ধুলোয় মিশে গেল প্রিয় জায়গা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Scam | Jibankrishna Saha: সূত্রের খবর, এই পার্টি অফিসটি ভীষণ পছন্দ জীবনকৃষ্ণের। সেই অফিসই মাটিতে ধুলোয় মিশে গেল।
মুর্শিদাবাদ: নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন তিনি। আর সেই সময়ই হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা’র দলীয় কার্যালয়। তাঁর দলীয় কার্যালয়টি সরকারি জমি দখল করে গড়ে উঠেছে বলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। আদালত আগেই সেটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। কিন্তু বেশ কিছুদিন টালবাহানার পর অবশেষে গত সপ্তাহে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল শাসকদলের এই কার্যালয়।
সূত্রের খবর, এই পার্টি অফিসটি ভীষণ পছন্দ জীবনকৃষ্ণের। সেই অফিসই মাটিতে ধুলোয় মিশে গেল। ২০২১ সালে বড়ঞা ব্লকের আফ্রিকা মোড়ে এই তৃণমূলের এই দলীয় কার্যালয়টি নির্মিত হয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে বিবাদ গড়ায় আদালত পর্যন্ত। স্থানীয় বাসিন্দা শফিউর রহমান এই ভবনটি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ ছিল, সরকারি জায়গা জবরদখল করে পার্টি অফিস তৈরি করেছে তৃণমূল। তা নিয়ে চলে সওয়াল–জবাব। আদালত সম্প্রতি ওই ভবন ভেঙে ফেলার নির্দেশ দেয়।
advertisement
advertisement
সেই মামলাতেই আদালত রায় দেয়, তৃণমূলের এই পার্টি অফিস ভেঙে জায়গা খালি করে দিতে হবে। কিন্তু এই রায় বাস্তবায়িত করার ক্ষেত্রে পুলিশ-প্রশাসনের টালবাহানা চলতে থাকে। শেষ পর্যন্ত গত বুধবার সকাল সাতটায় বুলডোজার নিয়ে জীবনকৃষ্ণ সাহার এই দলীয় কার্যালয় ভাঙতে হাজির হয় প্রশাসন। কিন্তু ভাঙার কাজ শুরুর আগেই স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের বাধার মুখে পড়ে পুলিশ।
advertisement
বড়ঞা-২ পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেত্রী জ্যোৎস্না খাতুন বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়েন। দীর্ঘক্ষণ বোঝানোর পর মহিলা পুলিশ দিয়ে ওই তৃণমূল নেত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরই তিনি কেঁদে ফেলেন। বলেন, বেআইনিভাবে হাইকোর্ট থেকে রায় বের করে এনে দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, কলকাতা হাইকোর্ট যে জায়গাটি খালি করতে বলেছে তার মধ্যে তৃণমূলের এই পার্টি অফিসটি পড়ে না। তাঁরা প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 11:52 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam | Jibankrishna Saha: জেলে বসেই শুনলেন চরম দুঃসংবাদ, জীবনকৃষ্ণের জীবনে মারাত্মক ঘটনা! ধুলোয় মিশে গেল প্রিয় জায়গা