প্রাথমিক ভাবে জানা যায়, ওই ১২টি রাস্তা সংস্কার ও তৈরির ক্ষেত্রে খরচ প্রায় আনুমানিক ৫০ কোটি টাকার কাছাকাছি। এক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু কাজ শুরুর অপেক্ষা।
জানা যায়, বীরভূমের সংসদীয় এলাকায় প্রায় ৯৪.২২ কিলোমিটার রাস্তার কাজ হবে। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ রাস্তা রয়েছে দুবরাজপুর ব্লকে।এই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার। এই ব্লকের আরও একটি রাস্তাও তালিকায় রয়েছে। এর পাশাপাশি বীরভূম জেলার সদর শহর সিউড়ি-১ ও ২ ব্লকের দু’টি রাস্তা, সাঁইথিয়ার একটি, রামপুরহাট-২ ব্লকের প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা, মুরারই-১ ও ২ ব্লকের পৃথক দু’টি রাস্তা, নলহাটি-১ ও ২ ব্লকের দু’টি রাস্তা, খয়রাশোলের সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ রাস্তা সেই তালিকায় রয়েছে।
advertisement
বৈঠক শেষে বীরভূম জেলা সাংসদ শতাব্দী রায় জানান, ‘আমার সংসদীয় এলাকায় ১২টি রাস্তার কাজ শুরু হতে চলেছে। চলতি বছর ডিসেম্বরের মধ্যেই সেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়াও আর কোনও রাস্তা সংস্কার ও নতুন করে তৈরির প্রয়োজন রয়েছে কী না, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।’ তবে বীরভূমের সংসদীয় এলাকার পাশাপাশি বোলপুর সংসদীয় এলাকাতেও একাধিক রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ করা হবে বলে জানা গিয়েছে।
সৌভিক রায়