TRENDING:

Saraswati Puja 2025: সরস্বতীর পুজোর থিম অক্ষর ধাম মন্দির! চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, কোথায় জানুন

Last Updated:

সরস্বতীর পুজোর বিশেষ আকর্ষণ অক্ষর ধাম মন্দির, যা গুজরাতের গান্ধী নগরে অবস্থিত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: সামনেই সরস্বতী পুজো। এই  হালকা শীতের আমেজে যে উৎসব বাঙালি মনকে নাড়া দেয় তা হল সরস্বতী পুজো। তাই প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন জায়গায় বাগদেবীর পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। আর তারই মধ্যে নজর কেড়েছে জজান সবুজ সঙ্ঘের সরস্বতী পুজোর প্রস্তুতি। এই বছর তাদের বিশেষ আকর্ষণ অক্ষর ধাম মন্দির, যা গুজরাতের গান্ধী নগরে অবস্থিত। এবছর তাদের এই পুজো ৩৩ তম বর্ষ এবছর পদার্পণ করতে চলেছে।
advertisement

মূলত, এই মণ্ডপটি অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে। নদিয়া জেলার শান্তিপুর থেকে আগত শিল্পীরা এই মণ্ডপ সজ্জার কাজে হাত লাগিয়েছেন। তাদের নিদারুণ হাতের ছোঁয়ায় সেজে উঠছে এই মণ্ডপ। পুরো মণ্ডপ জুড়ে রয়েছে সোলার কাজ। বিগত দেড় মাস ধরে এই মণ্ডপ সজ্জার কাজ চলছে। আগত দর্শনার্থীদের জন্য মণ্ডপ সজ্জার পাশাপাশিও রয়েছে আরও কিছু আয়োজন। দর্শকদের মনোরঞ্জনের জন্য পুজোর চারদিন সাংস্কৃতিক সন্ধ্যা ও বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিমার পাশাপাশি রয়েছে নানা রকমারি আলো ও বাজনার বিশেষ আকর্ষণ।

advertisement

আরও পড়ুন: বহরমপুর গার্লস কলেজের গর্বের দিন, NAAC-এর ফলাফল শুনলে আপনিও কুর্নিশ জানাবেন

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

সবুজ সঙ্ঘের অন্যতম সদস্য কাশিনাথ ব্যানার্জির কথায়, “অক্ষর ধাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরির অন্যতম প্রধান উদ্দেশ্য হল যাতে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ একসঙ্গে পুজোর আনন্দে সামিল হতে পারেন।” এছাড়া তার কথায়, “দূরত্বের কারণে এই মন্দির যাওয়া সকলের পক্ষে সম্ভব নয় তাই এই মন্দির তৈরির ভাবনা নিয়েই তাদের এই প্রস্তুতি। গুজরাতের অক্ষর ধামে যেসকল দেবদেবীর মূর্তি আছে সেসব ফুটিয়ে তোলা হবে তাদের এই সরস্বতী পুজোতে।  যার কাজ চলছে জোর কদমে।”

advertisement

মূলত আগামী ৩ তারিখ সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। তবে সাধারণ মানুষদের জন্যে ১ তারিখ মণ্ডপ খুলে দেওয়া হবে। প্রচুর মানুষ আনন্দে মেতে উঠুক এই পুজোর দিনে এই তাদের আশা।

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2025: সরস্বতীর পুজোর থিম অক্ষর ধাম মন্দির! চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, কোথায় জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল