NAAC: বহরমপুর গার্লস কলেজের গর্বের দিন, NAAC-এর ফলাফল শুনলে আপনিও কুর্নিশ জানাবেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
বহরমপুর গার্লস কলেজ NAAC-এর থেকে পেল দুর্দান্ত ফলাফল
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বহরমপুর গার্লস কলেজ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল NAAC-এর কাছ থেকে ‘এ’ গ্রেড কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ন্যাকের মূল্যায়নে এই কলেজ ৩.২ পেয়েছে। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত কলকাতার বাইরে এক পুরোনো গার্লস কলেজ হিসেবেই পরিচিত। নারী শিক্ষার প্রসারে জেলার এই কলেজে জেলার বাইরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই স্বীকৃতি কলেজের একাডেমিক উৎকর্ষ, গবেষণার মান, উন্নত পরিকাঠামো এবং সামগ্রিক শৃঙ্খলার প্রতিফলন। ন্যাকের এই গ্রেডিং প্রক্রিয়া দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মান নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজটি ‘এ’ গ্রেড পেয়ে প্রমাণ করেছে যে, এটি শুধু শিক্ষার মানেই নয়, বরং ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশেও বিশেষ নজর দিচ্ছে। আগে ন্যাকের ‘বি’ গ্রেড স্বীকৃতি ছিল এই কলেজের। কলেজটি একাধিক ক্ষেত্রে উদাহরণ তৈরি করেছে—লাইব্রেরি সুবিধা, পরিবেশবান্ধব ক্যাম্পাস এবং ছাত্রীদের জন্য নানাবিধ কর্মশালা আয়োজন। এই স্বীকৃতির পর কলেজ ক্যাম্পাসে উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। কলেজের ছাত্রীরা জানায় “আমরা খুবই গর্বিত। এই গ্রেড আমাদের আরও অনুপ্রাণিত করবে ভবিষ্যতে ভাল কিছু করতে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কলেজের প্রিন্সিপাল হেনা সিংহ জানিয়েছে, “আমরা খুব খুশি যে কলেজ এত বড় উচ্চমানের সম্মান পেল। গ্রেড এ পাওয়ার ফলে পরবর্তী সময়ে তারা আরও বেশি সংখ্যক কোর্স চালু করা এবং ছাত্রছাত্রীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ের সুযোগ-সুবিধা আনার পরিকল্পনা করছে। মুর্শিদাবাদ জেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে এই কলেজের সাফল্য নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন অভিভাবকরা।”
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 28, 2025 3:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
NAAC: বহরমপুর গার্লস কলেজের গর্বের দিন, NAAC-এর ফলাফল শুনলে আপনিও কুর্নিশ জানাবেন
