পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের বড়কোবলা এলাকার বাসিন্দা রাজু বাগ। বছর তিরিশের এই যুবকের হাতের কাজ ইতিমধ্যেই প্রসংশা কুড়িয়েছে বহু মানুষের। তার তৈরি জিনিস পাড়ি দিয়েছে রাজ্যের বাইরেও। নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ঘর সাজানোর নানা সামগ্রীও তৈরি করেন তিনি। আর এবার ফেলে দেওয়া জিনিস পত্র দিয়েই সরস্বতী মূর্তি বানানোর কাজ করছেন এই যুবক। নিজের ভিন্ন ধারার এই কাজ প্রসঙ্গে শিল্পী রাজু বাগ বলেন, ফেলে দেওয়া সামগ্রী দিয়ে নতুন কিছু তৈরির জন্যই এই প্রচেষ্টা। এমনিতেই এই সকল সামগ্রী পরিবেশের ক্ষতি করে। তাই এভাবে কাজে লাগানোর চেষ্টা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
সাইকেল, মোটরসাইকেল সহ বিভিন্ন জিনিসের ভেঙে যাওয়া অংশ স্থানীয় ভাঙ্গাচোড়ার দোকান থেকে সংগ্রহ করে এই সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছে। প্রসঙ্গত এর আগে কচুরিপানা দিয়ে নানান সামগ্রী তৈরি করে সংবাদমাধ্যমের চর্চায় উঠে এসেছিলেন তিনি। তার হাতের কাজ মুগ্ধ করেছিলেন অনেককেই। আর এবার নিজের শিল্পী সত্তা ও সৃজনশীলতা কে কাজে লাগিয়ে, বিভিন্ন বাতিল যন্ত্রাংশ দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করছেন তিনি। এই প্রসঙ্গে রাজু বাগ আরও বলেন, আমারই ছোটবেলার বিদ্যালয়ে এবছর এই প্রতিমা পুজো হবে। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকের উদ্যোগে এই মূর্তি তৈরি হচ্ছে।
আরও পড়ুন: New Business Opportunity: বিঘার পর বিঘা বাগান! ধান ছেড়ে সুপারি চাষে জোর জয়নগরে
আরও পড়ুন: Padma Awards 2025: অরিজিৎ সিং, মমতা শঙ্কর পদ্মশ্রী পাচ্ছেন! তালিকায় রয়েছে বাংলার আরও নাম! জানুন
নিজের বুদ্ধি প্রয়োগ করে বাতিল যন্ত্রাংশকে নতুন রূপ দেওয়ার এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পূর্ব বর্ধমানের রাজু বাগের শিল্প সৃষ্টি দেশ ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশেও। স্বভাবতই এবার এই সরস্বতী প্রতিমাও নজর কাড়বে বহু মানুষের।
বনোয়ারীলাল চৌধুরী