TRENDING:

Saraswati Puja 2025: বাতিল সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে সরস্বতী প্রতিমা দেশ ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশেও

Last Updated:

ওজন প্রায় ৮০ কেজি! উচ্চতা ৭ ফুট। অব্যবহৃত ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে সরস্বতী প্রতিমা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: ওজন প্রায় ৮০ কেজি! উচ্চতা ৭ ফুট। অব্যবহৃত ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে সরস্বতী প্রতিমা। সকলেই হয়তো অবাক হচ্ছেন, তবে আদতে এটাই সত্যি। পূর্ব বর্ধমান জেলার এক শিল্পীর হাতের জাদুতে তৈরি হচ্ছে এমনই এক সরস্বতী প্রতিমা। পূর্ব বর্ধমান জেলার এই যুবকের কাণ্ড কারখানা দেখলে কার্যত অবাক হবেন সকলেই। নিজের হাতের কাজ আর সৃজনশীলতা দিয়ে তিনি মুগ্ধ করেছেন সমগ্র জেলা তথা গোটা রাজ্যের মানুষকে।
advertisement

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের বড়কোবলা এলাকার বাসিন্দা রাজু বাগ। বছর তিরিশের এই যুবকের হাতের কাজ ইতিমধ্যেই প্রসংশা কুড়িয়েছে বহু মানুষের। তার তৈরি জিনিস পাড়ি দিয়েছে রাজ্যের বাইরেও। নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ঘর সাজানোর নানা সামগ্রীও তৈরি করেন তিনি। আর এবার ফেলে দেওয়া জিনিস পত্র দিয়েই সরস্বতী মূর্তি বানানোর কাজ করছেন এই যুবক। নিজের ভিন্ন ধারার এই কাজ প্রসঙ্গে শিল্পী রাজু বাগ বলেন, ফেলে দেওয়া সামগ্রী দিয়ে নতুন কিছু তৈরির জন্যই এই প্রচেষ্টা। এমনিতেই এই সকল সামগ্রী পরিবেশের ক্ষতি করে। তাই এভাবে কাজে লাগানোর চেষ্টা।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

সাইকেল, মোটরসাইকেল সহ বিভিন্ন জিনিসের ভেঙে যাওয়া অংশ স্থানীয় ভাঙ্গাচোড়ার দোকান থেকে সংগ্রহ করে এই সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছে। প্রসঙ্গত এর আগে কচুরিপানা দিয়ে নানান সামগ্রী তৈরি করে সংবাদমাধ্যমের চর্চায় উঠে এসেছিলেন তিনি। তার হাতের কাজ মুগ্ধ করেছিলেন অনেককেই। আর এবার নিজের শিল্পী সত্তা ও সৃজনশীলতা কে কাজে লাগিয়ে, বিভিন্ন বাতিল যন্ত্রাংশ দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করছেন তিনি। এই প্রসঙ্গে রাজু বাগ আরও বলেন, আমারই ছোটবেলার বিদ্যালয়ে এবছর এই প্রতিমা পুজো হবে। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকের উদ্যোগে এই মূর্তি তৈরি হচ্ছে।

advertisement

View More

আরও পড়ুন: New Business Opportunity: বিঘার পর বিঘা বাগান! ধান ছেড়ে সুপারি চাষে জোর জয়নগরে

আরও পড়ুন: Padma Awards 2025: অরিজিৎ সিং, মমতা শঙ্কর পদ্মশ্রী পাচ্ছেন! তালিকায় রয়েছে বাংলার আরও নাম! জানুন

নিজের বুদ্ধি প্রয়োগ করে বাতিল যন্ত্রাংশকে নতুন রূপ দেওয়ার এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পূর্ব বর্ধমানের রাজু বাগের শিল্প সৃষ্টি দেশ ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশেও। স্বভাবতই এবার এই সরস্বতী প্রতিমাও নজর কাড়বে বহু মানুষের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2025: বাতিল সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে সরস্বতী প্রতিমা দেশ ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল