Padma Awards 2025: অরিজিৎ সিং, মমতা শঙ্কর পদ্মশ্রী পাচ্ছেন! তালিকায় রয়েছে বাংলার আরও নাম! জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Padma Awards 2025: প্রকাশিত হল পদ্মশ্রী পুরস্কারের তালিকা! বাংলার জন্য বড় গর্বের দিন! জানুন কারা পাচ্ছেন এই সম্মান
কলকাতা: প্রজাতন্ত্র দিবসের আগের দিন, শনিবার সন্ধ্যায় ঘোষিত হল এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এবছরের পুরস্কার তালিকায় রয়েছে বিরাট চমক! এ বছরের তালিকায় বাংলা থেকেও রয়েছে বেশ কয়েকটি নাম! পদ্মশ্রী পুরস্কারের জন্য অপেক্ষায় থাকেন অনেকেই! এবছর বাংলায় এল বেশ কয়েকটি পদ্মশ্রী পুরস্কার! জেনে নিন কারা কারা রয়েছেন এই তালিকায়।
জানা যায়, গায়ক অরিজিৎ সিং, অভিনেত্রী মমতা শঙ্কর, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, কার্তিক মহারাজ, সজ্জন ভজঙ্ক (ব্যবসায়ী) পবন গোয়েঙ্কা (ব্যবসায়ী), বিনায়ক লোহানি, নগেন্দ্র নাথ রায় (সাহিত্য) এবং গোকুল চন্দ্র দাসের নাম রয়েছে এই তালিকায়! এই নাম প্রকাশ্যে আসায় স্বাভাবিক ভাবেই বাংলার গর্ব বেড়ে গেল কয়েকগুণ! এবছরের পদ্মশ্রী তালিকায় রয়েছে আরও চমক!
advertisement
advertisement
জানা যায়, এ বছর ব্রাজিলের আধ্যাত্মিক গুরু তথা বেদান্ত দার্শনিক জোনাস ম্যাসেত্তি এ বার পদ্মশ্রী পেতে চলেছেন। তাঁর পাশাপাশি এই সন্মানে সম্মানিত হবেন ট্র্যাভেল ব্লগার দম্পতি হিউ এবং কলিন গ্যান্টজার। ভারতীয় প্রাচীন ঐতিহ্য নিয়ে লেখালেখি করেন তাঁরা। এছাড়াও আধ্যাত্মিক সঙ্গীতের গায়ক ভেরু সিং চৌহান, সাংবাদিক ভীম সিং ভবেশ, ঔপন্যাসিক জগদীশ যোশিলা, সার্ভিক্যাল ক্যানসার বিশেষজ্ঞ নীরজ ভাটলা, কুয়েতের যোগ বিশেষজ্ঞ এ জে এ আই সাবা-ও আছেন এই পদ্মশ্রী প্রাপকদের তালিকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2025 9:49 PM IST