আরও পড়ুন- ‘ধনকে দেখিলু…মনকে চিনলু নাই’ ভাইরাল গানের ‘নায়ক’ এখন কী করেন? জানলে আপনি চমকাতে বাধ্য
দেবী সরস্বতীর হাঁস থেকে শুরু করে বীণা সবই তৈরি হয়েছে এই পাটের বস্তা এবং জড়ি দিয়ে। এই প্রসঙ্গে স্কুল শিক্ষক তপন দাস জানিয়েছেন, প্রত্যেক বছরই নতুন কিছু করার চেষ্টা করি। সেরকমই এবার পড়ুয়াদের আবদারে এই প্রতিমা তৈরি করেছি। প্রায় ৪০ দিন সময় লেগেছে এই প্রতিমা তৈরি করতে।পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বাসিন্দা তপন দাস। তপনবাবু গুসকরার রায় রামচন্দ্রপুর এন বি বিদ্যাপীঠ-এর শিক্ষক।
advertisement
জানা গিয়েছে, শিক্ষকতার সঙ্গে সঙ্গে তপনবাবুর সাহিত্য, সৃজনী, শিল্প, খেলাধুলো এই সমস্ত বিষয়গুলির উপর এক আলাদা আগ্রহ রয়েছে। এর আগেও তপনবাবু বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে সকলকে অবাক করেছিলেন। রথযাত্রার সময়েও তিনি বাতিল সামগ্রী দিয়ে কোনারকের সূর্য মন্দির তৈরি করেছিলেন। শুকনো কলাপাতা দিয়ে তিনি মা কালীর প্রতিমাও তৈরি করেছিলেন। সেরকমই এবার সরস্বতী পুজোয় পাটের বস্তা এবং জড়ি দিয়ে প্রতিমা তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিলেন।
সরস্বতী পুজোয় গুসকরা শহরের কাছেই রায় রামচন্দ্রপুর এন বি বিদ্যাপীঠ বিদ্যালয়ে দেখা যাবে এই প্রতিমা। তপন বাবুর কথায়, বিদ্যালয়ের পড়ুয়াদের আবদারে তিনি এই প্রতিমা তৈরি করেছেন। এই প্রতিমা দেখলে সত্যিই মুগ্ধ হবেন অনেকেই। দীর্ঘ পরিশ্রমের দ্বারা তৈরি এই প্রতিমা সত্যিই অসাধারণ। পেশায় শিক্ষক পূর্ব বর্ধমানের তপন বাবুর হাতের জাদুতে যেন অন্য রূপ পেয়েছে এই প্রতিমা। সবমিলিয়ে সরস্বতী পুজোয় এহেন প্রতিমা তৈরি করে আবারও একবার নতুন চমক দিলেন পূর্ব বর্ধমানের তপন দাস।
বনোয়ারীলাল চৌধুরী