TRENDING:

পড়ুয়াদের আবদার ফেলতে পারলেন না মাস্টারমশাই! কী দিয়ে 'সরস্বতী' গড়লেন তিনি...? জানলে হতবাক হবেন!

Last Updated:

Saraswati Puja 2025: সত্যিই অভিনব। পড়ুয়াদের আবদারে যা দিয়ে সরস্বতী ঠাকুর গড়লেন শিক্ষক...! ভাবতেও পারছেন না। দেখুন নিজের চোখে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার এই শিক্ষকের কান্ড দেখলে রীতিমতো অবাক হবেন। সরস্বতী পুজো উপলক্ষে তিনি যা করে দেখালেন তা সত্যিই অভিনব। পাটের বস্তা দিয়ে তৈরি করলেন সরস্বতী প্রতিমা। শুনতে কিছুটা অবাক লাগলেও আদতে এটাই সত্যি। নিজের শিক্ষকতার পেশা সামলেও, রাত দিন পরিশ্রম করে তিনি এই প্রতিমা তৈরি করেছেন। এই প্রতিমা তৈরিতে তার সময় লেগেছে এক মাসেরও বেশি। বিভিন্ন জায়গা থেকে পাটের বস্তা সংগ্রহ করে তারপর সেগুলোকে বিভিন্ন মাপে কেটে তিনি এই প্রতিমা তৈরি করছেন।
advertisement

আরও পড়ুন- ব্যাঙ্কে টাকা তুলতে এলেন মহিলা, ‘চেক’ এগিয়ে ধরতেই…ভয়ঙ্কর! এটা কী লেখা? ঘাম ছুটল ক্যাশিয়ারের

আরও পড়ুন- ‘ধনকে দেখিলু…মনকে চিনলু নাই’ ভাইরাল গানের ‘নায়ক’ এখন কী করেন? জানলে আপনি চমকাতে বাধ্য

দেবী সরস্বতীর হাঁস থেকে শুরু করে বীণা সবই তৈরি হয়েছে এই পাটের বস্তা এবং জড়ি দিয়ে। এই প্রসঙ্গে স্কুল শিক্ষক তপন দাস জানিয়েছেন, প্রত্যেক বছরই নতুন কিছু করার চেষ্টা করি। সেরকমই এবার পড়ুয়াদের আবদারে এই প্রতিমা তৈরি করেছি। প্রায় ৪০ দিন সময় লেগেছে এই প্রতিমা তৈরি করতে।পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বাসিন্দা তপন দাস। তপনবাবু গুসকরার রায় রামচন্দ্রপুর এন বি বিদ্যাপীঠ-এর শিক্ষক।

advertisement

আরও পড়ুন- বেয়ে বেয়ে উঠে যায় সোজা ঘিলুতে! জানেন, কোন ‘৬ সবজি’ ফিতাকৃমির আঁতুড়ঘর? ভয়ানক রোগ এড়াতে কী ভাবে খাবেন জানুন!

আরও পড়ুন-হিট ছবির পর ‘ঘরের বউ’! MLA-এর ছেলের প্রেমে পড়েই ইন্ডাস্ট্রি ছাড়েন, বদলান ধর্ম! এত দিনে মুখ খুললেন নায়িকা…

জানা গিয়েছে, শিক্ষকতার সঙ্গে সঙ্গে তপনবাবুর সাহিত্য, সৃজনী, শিল্প, খেলাধুলো এই সমস্ত বিষয়গুলির উপর এক আলাদা আগ্রহ রয়েছে। এর আগেও তপনবাবু বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে সকলকে অবাক করেছিলেন। রথযাত্রার সময়েও তিনি বাতিল সামগ্রী দিয়ে কোনারকের সূর্য মন্দির তৈরি করেছিলেন। শুকনো কলাপাতা দিয়ে তিনি মা কালীর প্রতিমাও তৈরি করেছিলেন। সেরকমই এবার সরস্বতী পুজোয় পাটের বস্তা এবং জড়ি দিয়ে প্রতিমা তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিলেন।

advertisement

সরস্বতী পুজোয় গুসকরা শহরের কাছেই রায় রামচন্দ্রপুর এন বি বিদ্যাপীঠ বিদ্যালয়ে দেখা যাবে এই প্রতিমা। তপন বাবুর কথায়, বিদ্যালয়ের পড়ুয়াদের আবদারে তিনি এই প্রতিমা তৈরি করেছেন। এই প্রতিমা দেখলে সত্যিই মুগ্ধ হবেন অনেকেই। দীর্ঘ পরিশ্রমের দ্বারা তৈরি এই প্রতিমা সত্যিই অসাধারণ। পেশায় শিক্ষক পূর্ব বর্ধমানের তপন বাবুর হাতের জাদুতে যেন অন্য রূপ পেয়েছে এই প্রতিমা। সবমিলিয়ে সরস্বতী পুজোয় এহেন প্রতিমা তৈরি করে আবারও একবার নতুন চমক দিলেন পূর্ব বর্ধমানের তপন দাস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পড়ুয়াদের আবদার ফেলতে পারলেন না মাস্টারমশাই! কী দিয়ে 'সরস্বতী' গড়লেন তিনি...? জানলে হতবাক হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল