আরও পড়ুন: ইলিশের যোগান বাড়াতে গঙ্গায় ছাড়া হল চারা
রাত পোহালেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা। তার আগে বাজারে ছাঁচের তৈরি প্রতিমার চাহিদা সবচেয়ে বেশি। কদর কমছে কাঠের ফ্রেমে বাঁশ, খড়, দড়ি দিয়ে তৈরি মাটির সাবেকি প্রতিমার। এবার বহু স্কুল, পাড়ার ক্লাবও এই ছাঁচে ঢালা প্রতিমা কিনছে। এর হাত ধরেই গত কয়েক বছরের তুলনায় এই বছর সরস্বতী প্রতিমার বিক্রি বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উত্তর ২৪ পরগনার বিভিন্ন বাজারে ছাঁচে ঢালা সরস্বতী প্রতিমা ছেয়ে আছে। সেখানে মাটির সাবেকি প্রতিমা কালেভদ্রে চোখে পড়ল। এদিকে ছাঁচের প্রতিমা দামেও যেমন কম, তেমনই সহজ বহনযোগ্য। সাইকেল কিংবা বাইকে নিয়ে যেতেও সুবিধা হয়। যা ক্রেতাদের আরও বেশি করে আকর্ষণ করছে। বেশিরভাগ বাড়িতেই কেনা হয়েছে ছাঁচে ঢালা প্রতিমা। ছোট বড় নানা আকারের ছাঁচের সরস্বতী প্রতিমা মিলছে দেড়শো, তিনশো বা পাঁচশো টাকার মধ্যে।
রুদ্রনারায়ণ রায়