Bengali News: ইলিশের যোগান বাড়াতে গঙ্গায় ছাড়া হল চারা

Last Updated:

ইলিশ মাছের জোগান বৃদ্ধি করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফরাক্কার বিভিন্ন জায়গায় এই মাছের চারা ছাড়া হচ্ছে

+
ফরাক্কাতে

ফরাক্কাতে গঙ্গায় ছাড়া হচ্ছে ইলিশ মাছ 

মুর্শিদাবাদ: সামনেই আসছে বর্ষা। গঙ্গা নদীতে ইলিশ মাছের জোগান বাড়াতে এবার ফরাক্কাতে ছাড়া হল ২০০ টি ইলিশ মাছের চারা। নৌকার মাধ্যমে ফরাক্কা ব্যারেজে গঙ্গার আপস্ট্রিমে ইলিশ সহ অন্যান্য মাছের চারা ছাড়া হল।
কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ফরাক্কা গান্ধিঘাট সংলগ্ন হিলসা রেঞ্চিং স্টেশনে তৃতীয় দফার প্রকল্পের সূচনা হল। একই সঙ্গে দ্বারদ্ঘাটন হয় তৃতীয় র‍্যাঞ্চিং ষ্টেশনের। প্রথমে গঙ্গা পুজোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে এনটিপিসির প্রকল্প প্রধান, ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার, জঙ্গিপুরের মহকুমাশাসক সহ বিশিষ্টদের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা হয়। ভারত সরকারের এই প্রকল্পে জলের স্বচ্ছতা সহ জলজ প্রাণী সংরক্ষণ ও তাদের বিপদের সময় চিকিৎসা পরিষেবা প্রদান করার পাশাপাশি, জলজ পরিবেশ ঠিক রাখতে লাগাতার চেষ্টা করা হয় বলে জানানো হয়েছে। একই সঙ্গে ক্রমাগত নদীবক্ষ থেকে হারিয়ে যাওয়া মাছের প্রজাতিগুলি সংরক্ষণ করে আবার নদী বক্ষে ছাড়ার পরিকল্পনার কথা বলা হয় এই অনুষ্ঠানে। এদিনই প্রায় ২০০ টি ইলিশ গঙ্গাবক্ষে ছাড়া হয়। মূলত মাছের চাহিদা মেটাতে গঙ্গাতে ইলিশ মাছ সহ অন্যান্য মাছের চারা ছাড়া হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ইলিশ মাছের জোগান বৃদ্ধি করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফরাক্কা বিভিন্ন জায়গায় এই মাছের চারা ছাড়া হচ্ছে। এই চারার মাধ্যমে আগামী দিনে এক কিলো থেকে আড়াই কিলোর বেশি ওজনের মাছ হতে পারে। ফলে গঙ্গাতে মাছের জোগান আরও বৃদ্ধি পাবে। মাছের জোগান বৃদ্ধি পেলে মৎস্যজীবীরাও অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর হবেন।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: ইলিশের যোগান বাড়াতে গঙ্গায় ছাড়া হল চারা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement