দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই লেগেছে এই ভয়াবহ আগুন লাগার ঘটনা। দোকানগুলি একে অপরের সঙ্গে যুক্ত তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্টেশন চত্বর লাগোয়া ওই অংশে ছিল একাধিক রেডিমেড জামা-কাপড়ের দোকান। পুজো উপলক্ষে দোকানে প্রচুর স্টক ছিল, এদিনের আগুনে সব পুড়ে ছাই, আতান্তরে ব্যবসায়ীরা।
advertisement
সাতসকালে সন্তোষপুর রেলস্টেশনে ভয়াবহ আগুন লাগে, তার জেরে ব্যহত হয় ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কোথা চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পাশাপাশি আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রথমে স্টেশন চত্বরের দোকানে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা একাধিক দোকানে।কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
আগুনের লেলিহান শিখা বহু দূর থেকেও দেখা যাচ্ছিল। ধোঁয়া ও আগুনের কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা। যার জেরে প্রভাব পড়েছে শিয়ালদহ-বজবজ শাখায়। অফিসের ব্যস্ত দিনে নিত্যযাত্রীরা আতান্ততে। সন্তোষপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে আগুন লাগার পর একাধিক দোকান পুড়ে যায়। পরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে প্ল্যাটফর্মের একদিকে। আগুনের লেলিহান শিখার উচ্চতা স্টেশনের টিনের শেড ছাড়িয়ে যায়, ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।
বর্তমানে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে এসেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী সুরক্ষার স্বার্থে বন্ধ রাখা হয়েছে ওই স্টেশনের ট্রেন চলাচল। আপাতত বন্ধ মাঝেরহাট-বজবজ ট্রেন চলাচল। দমকলের থেকে সবুজ সঙ্কেত না পেলে ট্রেন পরিষেবা শুরু করা যাবে না বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে।