Job Vacancy: খুলছে কাজের নয়া দিগন্ত! প্রচুর কর্মসংস্থান জেলায়, ১০০ একর জায়গা জুড়ে দামোদরের পাড়ে নয়া কাজের সুযোগ, জানুন

Last Updated:

Job Vacancy: সেপ্টেম্বর থেকেই কাজ শুরু হবে। কাজ ঠিকভাবে সম্পন্ন হলে এই শীতের মরশুমেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে পিকনিক স্পট। ফলে একদিকে যেমন পিকনিক স্পটকে কেন্দ্র করে এলাকায় কর্মসংস্থান বাড়বে তেমনই বাড়বে পঞ্চায়েতের আয়ও।

+
চাকরির

চাকরির দিশা

বড়শুল, সায়নী সরকার: দুর্গাপুজো পেরোলেই সামনে পিকনিকের মরশুম। আর সেই পিকনিকের জায়গা যদি হয় দামোদর নদে পাড়ে চারিদিকে সবুজে ঘেরা এক প্রাকৃতিক পরিবেশের মাঝে তাহলে। শহরের কোলাহল থেকে দূরে শীতের মরসুমে পর্যটকদের আকৃষ্ট করতে ও এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে দামোদরের পাড়ে প্রায় ১০০ একর এলাকায় পিকনিক স্পট গড়ার বিশেষ উদ্যোগ গ্রাম পঞ্চায়েতের।
শীত নামলেই দামোদরের চর থেকে শুরু করে আশপাশের বিভিন্ন প্রান্তে ভিড় জমায় পর্যটকরা। সেই ভিড় টানতেই বর্ধমান ২ ব্লকের বড়শুল ২ পঞ্চায়েতের উদ্যোগে প্রায় ১০০ একর এলাকা জুড়ে পিকনিক স্পট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও এই এলাকায় পিকনিক স্পট করার উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল, শুরু হয়েছিল কাজও। বিভিন্ন কারণবশত তা বন্ধ হয়ে যায় কিন্তু এবছর শীতে আগে এই জায়গাকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত। বেলনা জোড়বাঁধ এলাকায় অবস্থিত এই স্থানটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ জায়গা। এখানে রয়েছে তিনটি বড় পুকুর, আম ও অন্যান্য গাছ। সবুজে ঘেরা এই শান্ত পরিবেশে নানা প্রজাতির পাখি ও প্রজাপতির আনাগোনা সহজেই চোখে পড়ে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রুটি চামড়া হওয়ার দিন শেষ, আটায় মিশিয়ে নিন ২ চামচ গরম সাদা জিনিস, লুচি-পরোটা ফেলে সবাই কাড়াকাড়ি করবে, রাঁধুনির মোক্ষম টিপস
যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও জায়গাটি অত্যন্ত সুবিধাজনক। কলকাতা থেকে ট্রেনে শক্তিগড় স্টেশন হয়ে বা ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে মাত্র ৪ কিমি পথ, আমড়া তথা শক্তিগড় ল্যাংচা বাজার থেকে ৩ কিমি এবং বর্ধমান শহর থেকে সেচখাল বা ডিভিসি বাঁধ ধরে ৮-৯ কিমি দূরত্বে পৌঁছে যাওয়া যায় প্রস্তাবিত এই স্পটে। প্রধান রমেশ চন্দ্র সরকার জানিয়েছেন, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রধান থাকার সময় পিকনিক স্পটের কাজ অনেকটাই এগিয়েছিল। বসার চেয়ার বসানো, পুকুর চারদিকে রাস্তা তৈরির মতো কাজ সম্পূর্ণ হয়েছিল। তবে আর্থিক সমস্যার কারণে মাঝপথে কাজ বন্ধ থাকে।
advertisement
এবার পুনরায় উদ্যোগ নেওয়া হচ্ছে, সেপ্টেম্বর থেকেই কাজ শুরু হবে। কাজ ঠিকভাবে সম্পন্ন হলে এই শীতের মরশুমেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে পিকনিক স্পট। ফলে একদিকে যেমন পিকনিক স্পটকে কেন্দ্র করে এলাকায় কর্মসংস্থান বাড়বে তেমনই বাড়বে পঞ্চায়েতের আয়ও।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job Vacancy: খুলছে কাজের নয়া দিগন্ত! প্রচুর কর্মসংস্থান জেলায়, ১০০ একর জায়গা জুড়ে দামোদরের পাড়ে নয়া কাজের সুযোগ, জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement