TRENDING:

Christmas Santa Clause: বড়দিন আসছে, রাস্তায় লাল পোশাকে স্যান্টা ক্লজ! আসলে কে ইনি?

Last Updated:

West Bardhaman News :রাস্তায় নেমে স্যান্টাক্লজ সেজে মানুষজনকে সাবধান করলেন এক সিভিক ভলেন্টিয়ার। দুর্গাপুর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : হঠাৎ করে শহরের রাস্তায় আগমন স্যান্টার। বড়দিন এখনও দেরি রয়েছে। তার আগে স্যান্টাকে দেখছেন উৎসাহী মানুষ। কিন্তু কি উপহার নিয়ে সান্তা হাজির হয়েছেন এত আগে ভাগে? পেছনে রয়েছে বড় উদ্দেশ্য। নতুন বছর হোক দুর্ঘটনাহীন। পরিবারের সমস্ত সদস্যরা যেন রাস্তায় বেরিয়ে সুস্থ থাকেন। এমন প্রচেষ্টা নিয়ে দুর্গাপুরের রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে স্যান্টা ক্লজকে।
advertisement

নতুন বছর কাটুক নির্বিঘ্নে। নতুন বছর হোক দুর্ঘটনাহীন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অভিনব উদ্যোগ। রাস্তায় নেমে স্যান্টাক্লজ সেজে মানুষজনকে সাবধান করলেন এক সিভিক ভলেন্টিয়ার। দুর্গাপুর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যেখানে হাজির হয়েছিলেন বিভিন্ন কলেজ পড়ুয়া সহ এনসিসি ক্যাডাররা। স্যান্টা ক্লজের সঙ্গে তারা সঙ্গ দিয়েছেন মানুষ জনকে সচেতন করতে।

advertisement

আরও পড়ুনBest Attractive Perfume: শুধু বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্টই করবে না, শরীরও রাখবে গরম! দুরন্ত সুগন্ধি আতরের কামাল

এই বিষয়ে ওসি ট্রাফিক বিনয় লায়েক জানিয়েছেন, মানুষজনের দৈনন্দিন জীবন সুন্দর ও সুস্থ রাখতে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ট্রাফিক। ট্রাফিক নিয়ম মেনে চললে দুর্ঘটনার সংখ্যা তলানিতে নেমে আসবে। ট্রাফিক নিয়ম মেনে চললে বাড়ির কেউ রাস্তায় থাকলেও পরিবারের সদস্যদের সেই চিন্তা করতে হবে না। নতুন বছর যাতে সুস্থ স্বাভাবিক হয় যাতে কোনও দুর্ঘটনা না হয়, সেই লক্ষ্য নিয়েই স্যান্টাক্লজ রাস্তায় নেমেছেন মানুষকে সচেতন করতে।

advertisement

আরও পড়ুনOrange Cake: মুখে দিলেই খাঁটি কমলালেবুর স্বাদ! শীতে কমলা-কেক যেন অমৃত, রইল ঘরোয়া রেসিপি

উল্লেখ্য, বর্তমান সময়ে ট্রাফিক সচেতনতার জন্য পুলিশ নানা রকম পন্থা অবলম্বন করছে। কখনও হেলমেট বিহীন চালকের হাতে তুলে দেওয়া হচ্ছে হেলমেট। কখনও আবার ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারী চালকের হাতে তুলে দেওয়া হচ্ছে গোলাপ ফুল। মূলত গান্ধীগিরির পথ অবলম্বন করে মানুষকে সচেতন করতে চাইছেন পুলিশ কর্মী এবং পুলিশ কর্তারা। তাই বড়দিনের আগেসান্তাক্লজকে রাস্তায় নামিয়ে বেছে নেওয়া হয়েছে ট্রাফিক সচেতনতার এই অভিনব কর্মসূচি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নয়ন ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Christmas Santa Clause: বড়দিন আসছে, রাস্তায় লাল পোশাকে স্যান্টা ক্লজ! আসলে কে ইনি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল