নতুন বছর কাটুক নির্বিঘ্নে। নতুন বছর হোক দুর্ঘটনাহীন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অভিনব উদ্যোগ। রাস্তায় নেমে স্যান্টাক্লজ সেজে মানুষজনকে সাবধান করলেন এক সিভিক ভলেন্টিয়ার। দুর্গাপুর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যেখানে হাজির হয়েছিলেন বিভিন্ন কলেজ পড়ুয়া সহ এনসিসি ক্যাডাররা। স্যান্টা ক্লজের সঙ্গে তারা সঙ্গ দিয়েছেন মানুষ জনকে সচেতন করতে।
advertisement
এই বিষয়ে ওসি ট্রাফিক বিনয় লায়েক জানিয়েছেন, মানুষজনের দৈনন্দিন জীবন সুন্দর ও সুস্থ রাখতে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ট্রাফিক। ট্রাফিক নিয়ম মেনে চললে দুর্ঘটনার সংখ্যা তলানিতে নেমে আসবে। ট্রাফিক নিয়ম মেনে চললে বাড়ির কেউ রাস্তায় থাকলেও পরিবারের সদস্যদের সেই চিন্তা করতে হবে না। নতুন বছর যাতে সুস্থ স্বাভাবিক হয় যাতে কোনও দুর্ঘটনা না হয়, সেই লক্ষ্য নিয়েই স্যান্টাক্লজ রাস্তায় নেমেছেন মানুষকে সচেতন করতে।
আরও পড়ুনOrange Cake: মুখে দিলেই খাঁটি কমলালেবুর স্বাদ! শীতে কমলা-কেক যেন অমৃত, রইল ঘরোয়া রেসিপি
উল্লেখ্য, বর্তমান সময়ে ট্রাফিক সচেতনতার জন্য পুলিশ নানা রকম পন্থা অবলম্বন করছে। কখনও হেলমেট বিহীন চালকের হাতে তুলে দেওয়া হচ্ছে হেলমেট। কখনও আবার ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারী চালকের হাতে তুলে দেওয়া হচ্ছে গোলাপ ফুল। মূলত গান্ধীগিরির পথ অবলম্বন করে মানুষকে সচেতন করতে চাইছেন পুলিশ কর্মী এবং পুলিশ কর্তারা। তাই বড়দিনের আগেসান্তাক্লজকে রাস্তায় নামিয়ে বেছে নেওয়া হয়েছে ট্রাফিক সচেতনতার এই অভিনব কর্মসূচি।
নয়ন ঘোষ