২৪ জুন থেকে ২৮ জুন বর্ধমানে এই সঙ্গীত মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। থাকবেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা। প্রতিদিন এক বা একাধিক প্রতিথযশা শিল্পীকে শ্রদ্ধা জানানো হবে। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু হবে। সঙ্গীত অনুরাগীদের জন্য কোনও প্রবেশ মূল্য নেই। প্রতিদিন দেড় হাজার জন দর্শক সঙ্গীত উপভোগ করতে পারবেন।
advertisement
আরও পড়ুন: দখল হয়ে যাচ্ছে একের পর এক সরকারি জমি! তৈরি হচ্ছে রিসর্ট, নার্সারি! উঠছে প্রশ্ন
মেলার প্রথম দিন অর্থাৎ ২৪ জুন সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে কে শ্রদ্ধা জানানো হবে। পরদিন অনুষ্ঠান হবে মহম্মদ রফি স্মরণে। ২৬ জুন লতা মঙ্গেশকর সন্ধ্যা। ২৭ জুন কিশোর কুমারকে শ্রদ্ধা জানানো হবে। ২৮ জুন বাপী লাহিড়ী ও কে কে। এই দিনগুলিতে শুধুমাত্র সেই সব শিল্পীদের গান পরিবেশিত হবে।
আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই হবে তুমুল বৃষ্টি, ভাসবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা
অনুষ্ঠানের উদ্যোক্তা বিধায়ক খোকন দাস বলেন, আমাদের এখানে প্রতিভাধর অনেক শিল্পী আছেন। অথচ তাঁদের অনেকেই প্রচারের আলোয় আসার সুযোগ পান না। তাঁদের গান সকলের সামনে তুলে ধরার জন্যই এই উদ্যোগ। হয়তো এই মঞ্চ থেকেই আগামী দিনের কোনও নামী শিল্পীকে খুঁজে পাব আমরা। তিনি বলেন, এটা প্রথমবার। পরের বার আরও বড় অনুষ্ঠান করার প্রয়াশ থাকবে।
প্রথমে এই মেলায় সঙ্গীত পরিবেশন করতে ইচ্ছুক শিল্পীদের কাছ থেকে আবেদনপত্র পত্র জমা নেওয়া হয়। মোট তিনশো জন শিল্পী আবেদন করেছিলেন। তাঁদের মধ্য থেকে অডিশনের মাধ্যমে একশো জনকে নির্বাচন করা হয়। যাবতীয় প্রস্তুতি এখন শেষের মুখে।
Saradindu Ghosh