আগামী কয়েকদিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ২৪ জুন বিহার ঝাড়খণ্ড, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। কঙ্কন গোয়া ও মুম্বাইয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়। বুধবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েক জেলায়। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝাড়খণ্ড বিহার সংলগ্ন জেলা এবং উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবারে।