এলাকায় যুবতীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে যুবতী পরিবারের ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে। কিন্তু বসিরহাট জেলা পুলিশ ও বসিরহাট জেলা হাসপাতালের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে যুবতীকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে এখনও পর্যন্ত যৌন নির্যাতন বা ধর্ষণ করে খুন করার মতো ঘটনা ময়না তদন্তে রিপোর্টে আসেনি বলেই সূত্রের খবর।
advertisement
আজ, রবিবার ওই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পশ্চিমবঙ্গের সভাপতি বিরসা তিরকি। তাঁর নেতৃত্বে হাতে প্ল্যাকার্ড নিয়ে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সদস্যরা প্রথমে ঘটনাস্থলে যায়। সেখান থেকে তারা মিছিল করে ওই ছাত্রীর বাড়িতে এসে পরিবারের সঙ্গে কথা বলেন এবং একটি রিপোর্ট তৈরি করেন।
সূত্রের খবর, গত ৪ ডিসেম্বর থেকেই নিখোঁজ ছিলেন তরুণী। ৪ ডিসেম্বর বিকালে গরুর খামার দিতে যাচ্ছি বলে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি তরুণী। চারদিন পর পুকুর থেকে উদ্ধার হয় তরুণীর হাত, পা, মুখ বাঁধা দেহ। দেহটি জলে ডুবিয়ে দেওয়ার জন্য কোমরে ইটও বাঁধা ছিল। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য।
জিয়াউল আলম, অনুপম সাহা