Mobile Phone: ঠিকমতো কথা শোনাই যাচ্ছে না! ফোনের স্পিকারের শব্দ কমে গিয়েছে? সেটিংসেই লুকানো আছে বাড়ানোর উপায়! এখনই জানুন

Last Updated:
Smartphone Tips and tricks: ফোন কিছুদিনের পুরনো হয়ে গেলেই এই ঝামেলায় পড়তে হয় প্রচুর ব‍্যবহারকারীকে। ফোনের স্পিকারের শব্দ সময়ের সঙ্গে খুব ধীর হতে থাকে। এর ফলে ফোনে কথা শুনতে কষ্ট হয়।
1/8
সকালে ঘুম ভাঙার সময় থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত, সকলের সবসময়ের সঙ্গী স্মার্টফোন। দিন দিন মোবাইল ফোনের উপর নির্ভরতা আরও বাড়ছে মানুষের। তাই মোবাইল ফোন ঠিকঠাক থাকাও জরুরি।
সকালে ঘুম ভাঙার সময় থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত, সকলের সবসময়ের সঙ্গী স্মার্টফোন। দিন দিন মোবাইল ফোনের উপর নির্ভরতা আরও বাড়ছে মানুষের। তাই মোবাইল ফোন ঠিকঠাক থাকাও জরুরি।
advertisement
2/8
অফিসের কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজ স্মার্টফোনের মাধ্যমেই করা হয়। তাই স্মার্টফোন ঠিক রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্মার্টফোনে অনেক সময় একটি সমস‍্যা দেখা যায়। স্পিকারের শব্দ কমে যায়।
অফিসের কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজ স্মার্টফোনের মাধ্যমেই করা হয়। তাই স্মার্টফোন ঠিক রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্মার্টফোনে অনেক সময় একটি সমস‍্যা দেখা যায়। স্পিকারের শব্দ কমে যায়।
advertisement
3/8
ফোন কিছুদিনের পুরনো হয়ে গেলেই এই ঝামেলায় পড়তে হয় প্রচুর ব‍্যবহারকারীকে। ফোনের স্পিকারের শব্দ সময়ের সঙ্গে খুব ধীর হতে থাকে। এর ফলে ফোনে কথা শুনতে কষ্ট হয়। অনেকেই মনে করেন সার্ভিস সেন্টারে নিয়ে গেলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।
ফোন কিছুদিনের পুরনো হয়ে গেলেই এই ঝামেলায় পড়তে হয় প্রচুর ব‍্যবহারকারীকে। ফোনের স্পিকারের শব্দ সময়ের সঙ্গে খুব ধীর হতে থাকে। এর ফলে ফোনে কথা শুনতে কষ্ট হয়। অনেকেই মনে করেন সার্ভিস সেন্টারে নিয়ে গেলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।
advertisement
4/8
কিন্তু, ফোনটির ওয়ারেন্টি না থাকলে এর জন্য অনেক টাকা খরচ করতে হতে পারে। তাই কারও যদি এমন সমস্যা থাকে তাহলে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার বাড়িতেই কয়েকটি কাজ করলে সেরে যেতে পারে সমস‍্যা। আবার বাড়বে ফোনের সাউন্ড।
কিন্তু, ফোনটির ওয়ারেন্টি না থাকলে এর জন্য অনেক টাকা খরচ করতে হতে পারে। তাই কারও যদি এমন সমস্যা থাকে তাহলে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার বাড়িতেই কয়েকটি কাজ করলে সেরে যেতে পারে সমস‍্যা। আবার বাড়বে ফোনের সাউন্ড।
advertisement
5/8
নিজেদের ফোন থেকে যদি একেবারেই কোনও শব্দ না হয়, তাহলে প্রথমে এটি কোনও ব্লুটুথ ডিভাইসের সঙ্গে কানেক্ট করা আছে কি না দেখে নিতে হবে।
নিজের ফোন থেকে যদি একেবারেই কোনও শব্দ না হয়, তাহলে প্রথমে এটি কোনও ব্লুটুথ ডিভাইসের সঙ্গে কানেক্ট করা আছে কি না দেখে নিতে হবে।
advertisement
6/8
যদি তা না হয় এবং স্পিকার থেকে ধীরগতির শব্দ শোনা যায়, তাহলে স্পিকারে ময়লা জমে থাকতে পারে। অতএব, প্রথমে নিজেদের স্পিকারের মধ্যে জমে থাকা ধুলো পরিষ্কার করতে হবে।
যদি তা না হয় এবং স্পিকার থেকে ধীরগতির শব্দ শোনা যায়, তাহলে স্পিকারে ময়লা জমে থাকতে পারে। অতএব, প্রথমে নিজেদের স্পিকারের মধ্যে জমে থাকা ধুলো পরিষ্কার করতে হবে।
advertisement
7/8
এখানে ইউজাররা Sound & Notifications বা Sound & Vibrations-এর অপশন পাবেন। এটা সম্ভব যে এই বিকল্পটি কারও ফোনে অন্য নামে থাকতে পারে। এখানে ভলিউম অপশনে ক্লিক করলে স্লাইড বার দেখা যাবে। এখান থেকে ভলিউম বাড়াতে হবে। এখানে রিংটোন, মিডিয়া, অ্যালার্ম, বিজ্ঞপ্তির জন্য অন্যান্য অপশন পাওয়া যাবে।
এখানে ইউজাররা Sound & Notifications বা Sound & Vibrations-এর অপশন পাবেন। এটা সম্ভব যে এই বিকল্পটি কারও ফোনে অন্য নামে থাকতে পারে। এখানে ভলিউম অপশনে ক্লিক করলে স্লাইড বার দেখা যাবে। এখান থেকে ভলিউম বাড়াতে হবে। এখানে রিংটোন, মিডিয়া, অ্যালার্ম, বিজ্ঞপ্তির জন্য অন্যান্য অপশন পাওয়া যাবে।
advertisement
8/8
এই সব সিলেক্ট করার পরেও যদি কারও ফোনের স্পিকারের শব্দ একই থাকে, তাহলে তাকে আলাদাভাবে ভলিউম অ্যাপ ডাউনলোড করতে হবে। কেউ প্লে স্টোরে ভলিউম বুস্টার সার্চ করলে অনেক অপশন দেখতে পাবেন। এই ধরনের আলাদা অ্যাপ ব্যবহার করে স্পিকারের ভলিউম বাড়ানো যায়।
এই সব সিলেক্ট করার পরেও যদি কারও ফোনের স্পিকারের শব্দ একই থাকে, তাহলে তাকে আলাদাভাবে ভলিউম অ্যাপ ডাউনলোড করতে হবে। কেউ প্লে স্টোরে ভলিউম বুস্টার সার্চ করলে অনেক অপশন দেখতে পাবেন। এই ধরনের আলাদা অ্যাপ ব্যবহার করে স্পিকারের ভলিউম বাড়ানো যায়।
advertisement
advertisement
advertisement