সাঁতুড়ি থানা এলাকার গাংগপুর গ্রামের ভারসাম্যহীন মহিলা ঝুপা রাজোয়াড় সাঁতুড়ির মুরাড্ডি রেল স্টেশন থেকে নিখোঁজ হয়ে যান। তাঁর প্রতিবন্ধী বাবা ছোটেলাল রাজোয়াড় সহ পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কোনও সন্ধান না পেয়ে সাঁতুড়ি থানার দ্বারস্থ হন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে পুলিশ। বিভিন্ন সূত্রে খোঁজ শুরু হয়।
advertisement
আরও পড়ুনঃ বিশ্ব দরবারে পৌঁছবে পুরুলিয়ার ঐতিহ্য! পলাশের রঙে রঙিন হবে চারপাশ, অনন্য উদ্যোগ জেলার ফুল চাষির
তদন্তে জানা যায়, নিখোঁজ ঝুপা রাজোয়াড় মুরাড্ডি স্টেশন থেকে ট্রেনে উঠে ঝাড়খণ্ড রাজ্যের মান্ডু থানা এলাকায় পৌঁছে গিয়েছিলেন। সেই তথ্য পাওয়ার পর সাঁতুড়ি থানার পুলিশ দ্রুত ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দেয়। মান্ডু থানার সহযোগিতায় তাঁরা মহিলাকে উদ্ধার করতে সক্ষম হন। এরপর সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নিখোঁজ হওয়ার মাত্র ১ দিনের মধ্যে তাঁকে পরিবারের হাতে তুলে দেন।
মেয়েকে ফিরে পেয়ে আবেগাপ্লুত বাবা ছোটেলাল রাজোয়াড় বলেন, “আমি পুরুলিয়া জেলা পুলিশ ও সাঁতুড়ি থানার সকল পুলিশকর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাই। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা যে তৎপরতার সঙ্গে আমার মেয়েকে খুঁজে দিলেন, তা সত্যিই বিশ্বাস করা কঠিন। আজ তাঁরা না থাকলে হয়তো আমি আমার মেয়েকে কোনওদিন ফিরে পেতাম না।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়া জেলা পুলিশের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের কথায়, “পুলিশের এই ধরনের কাজ সাধারণ মানুষের মনে নিরাপত্তা ও আস্থার বার্তা দেয়। ঝুপা রাজোয়াড়কে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া, শুধুমাত্র পুলিশের কর্তব্য নয়, মানবিকতারও এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল।”






