Purulia News: বিশ্ব দরবারে পৌঁছবে পুরুলিয়ার ঐতিহ্য! পলাশের রঙে রঙিন হবে চারপাশ, অনন্য উদ্যোগ জেলার ফুল চাষির

Last Updated:

Purulia News: আগামীদিনে কার্তিকের এই অনন্য উদ্যোগ শুধুমাত্র পুরুলিয়ার সৌন্দর্যকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করবে না, বরং লাল পলাশের ছোঁয়ায় চারিদিক রঙিনও করে তুলবে।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার পলাশ

পুরুলিয়া, শান্তনু দাসঃ ইংরেজির নতুন বছরের শুরুতেই পলাশ ফুলে সেজে উঠবে পুরুলিয়ার প্রকৃতি। পাহাড়, প্রান্তর থেকে বনভূমি, সর্বত্র লাল পলাশের অপরূপ সৌন্দর্যে ভরে উঠবে। এই মনোমুগ্ধকর দৃশ্য অন্য কোথাও খুব একটা হয়তো দেখা যায় না। তাই এই অপার সৌন্দর্য উপভোগ করতে এই সময় কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা জেলায় ভিড় জমান। এবার পুরুলিয়ার সৌন্দর্য পলাশ ফুলকে চারিদিকে ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিলেন পুরুলিয়ার ফুল চাষি কার্তিক কর্মকার।
পুরুলিয়ার কাশীপুরের তালাজুড়িতে নিজের বাড়ির বাগানে তিনি পলাশ গাছের চাষ শুরু করেছেন। কার্তিক জানান, পলাশ চাষ তাঁর কাছে নতুন কিছু নয়। গত বছরও তিনি সফলভাবে পলাশের চারা উৎপাদন করেছিলেন, যা অনলাইনের মাধ্যমে বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
আরও পড়ুনঃ মা-ঠাকুমার আমলের কাঁথা-কম্বল অতীত! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট, কম খরচেই ঠাণ্ডা কাবু
এলাকার বাসিন্দা দেবব্রত চৌধুরী বলেন, “পুরুলিয়ার একটি ঐতিহ্য হল পলাশ। সেই পলাশকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য কার্তিকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।“ এবারও কার্তিকের ভাবনা, পুরুলিয়ায় বেড়াতে আসা পর্যটকদের হাতে তুলে দেবেন এই পলাশ গাছের চারা, যাতে আগামীদিনে পুরুলিয়ার সৌন্দর্য পলাশ ফুল সর্বত্র ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই কার্তিক নিজের বাড়ির নার্সারিতে চাষ হওয়া এই চারাগুলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজনকে বিক্রি করা শুরু করেছেন। আগামীদিনে কার্তিকের এই অনন্য উদ্যোগ পুরুলিয়ার সৌন্দর্যকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলবে বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বিশ্ব দরবারে পৌঁছবে পুরুলিয়ার ঐতিহ্য! পলাশের রঙে রঙিন হবে চারপাশ, অনন্য উদ্যোগ জেলার ফুল চাষির
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement