TRENDING:

খেতে বসে সামান্য মাছ নিয়ে বচসা, তারপর থেকেই নিখোঁজ...! তিনদিন পর বাড়িতে খবর এল 'সব শেষ'

Last Updated:

ভাত খাওয়ার খাওয়ার সময় মাছ ভাগ করার মতো সামান্য বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গেই বচসা হয় বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সামশেরগঞ্জ, তন্ময় মন্ডল: ওড়িশায় রাজমিস্ত্রির কাজে গিয়ে খুনের অভিযোগ! শোকস্তব্ধ সামশেরগঞ্জ। রাজমিস্ত্রির কাজ করতে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। বাড়ি ফিরে আসার দিনেই খুন হতে হল শ্রমিককে, অভিযোগ এমনটাই। তিনদিন রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর বুধবার একটি জঙ্গল থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। সামান্য বিষয় নিয়ে বিবাদের জেরে সহকর্মীরা তাঁকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের।
রাজমিস্ত্রির মৃত্যুতে শোকার্ত পরিবার।
রাজমিস্ত্রির মৃত্যুতে শোকার্ত পরিবার।
advertisement

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শ্রমিকের নাম লোকমান শেখ(৪৫)। তার বাড়ি সামসেরগঞ্জ থানার দেবীদাসপুর গ্রামে। বাড়ি ফিরে আসার দিনেই শ্রমিকের মৃত্যুর খবরে কার্যত কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই দেহ ফিরিয়ে নিয়ে আসার তৎপরতা শুরু করা হয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস দু’য়েক আগেই দাদনের কাজে দেবীদাসপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে  ওড়িশায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন তিনি।

advertisement

আরও পড়ুন : গ্রাহকের স্বাস্থ্য নিয়ে খেলা! নন্দীগ্রামে হোটেল-রেস্টুরেন্টে প্রশাসনের হানা

বুধবারই দুই মাস সম্পন্ন হয়ে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু পরিবারের লোকজনের দাবি, রবিবার বিকেলে শেষবারের মতো কথা হয়েছে লোকমানের সঙ্গে। সন্ধ্যায় একসঙ্গে ভাত খাওয়ার খাওয়ার সময় মাছ ভাগ করার মতো সামান্য বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গেই বচসা হয় বলে অভিযোগ। তারপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন ওই শ্রমিক।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

বিষয়টি নিয়ে থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন তাঁরা। যদিও বুধবার পরিবারের লোকজনের কাছে খবর আসে, ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে লোকমানের। মৃত্যুর খবর বাড়ি পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। খুনের পিছনে সামসেরগঞ্জের দেবীদাসপুর থেকে যাওয়া দু’জন সহকর্মী এবং এক ঠিকাদারের দিকে আঙুল তুলেছেন পরিবারের লোকজন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খেতে বসে সামান্য মাছ নিয়ে বচসা, তারপর থেকেই নিখোঁজ...! তিনদিন পর বাড়িতে খবর এল 'সব শেষ'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল