অভিযোগ, সাগরদত্ত হাসপাতালের মর্গে মৃতদেহ রাখা ও দেহ প্যাকিং করার জন্য হাসপাতালেরই এক সরকারি কর্মী আকাশ মল্লিক অর্পণ রায়ের কাছে ২২ হাজার টাকা দাবি করেন। প্রথমে অনুনয়-বিনয় করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অর্পণ। কিন্তু দাবি থেকে একচুলও না নড়ায় চরম অসহায় হয়ে তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে যোগাযোগ করেন।
advertisement
আরও পড়ুনঃ সরস্বতী পুজোর আগে বিরাট অঘটন! কালনার বিগ বাজেট প্যান্ডেলে আগুন, মাথায় হাত ক্লাবের সদস্যদের
বিধায়কের নির্দেশে সঙ্গে সঙ্গে এলাকার তৃণমূল কর্মীরা সাগরদত্ত হাসপাতালে পৌঁছে অর্পণের পাশে দাঁড়ান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কামারহাটি আউটপোস্ট ও কামারহাটি থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখে অভিযুক্ত সরকারি কর্মী আকাশ মল্লিককে আটক করা হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, সরকারি হাসপাতালে এই ধরনের অর্থ দাবি অমানবিক ও লজ্জাজনক। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দালালচক্র সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। অতীতে সেই অভিযোগে সরাসরি হস্তক্ষেপ করে হাসপাতাল চত্বরে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন বিধায়ক মদন মিত্র। তা সত্ত্বেও ফের একই ধরনের অভিযোগ সামনে আসায় হাসপাতালের ভূমিকা নিয়েই বড় প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে।






