East Bardhaman News: সরস্বতী পুজোর আগে বিরাট অঘটন! কালনার বিগ বাজেট প্যান্ডেলে আগুন, মাথায় হাত ক্লাবের সদস্যদের
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
East Bardhaman News: নির্মীয়মাণ প্যান্ডেলে হঠাৎ কীভাবে আগুন লাগল সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্লাবের সদস্যদের মন ভারাক্রান্ত।
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ আর মাত্র হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা। এরপরেই সরস্বতী পুজো নিয়ে মেতে উঠবে বাঙালি। বর্তমানে বাংলার নানা প্রান্তে প্যান্ডেল সহ পুজোর নানা তোড়জোড় চলছে। এর মধ্যেই কালনায় ঘটে গেল বড় অঘটন। সরস্বতী পুজোর প্যান্ডেলে আগুন লেগে গেল।
কালনার সরস্বতী পুজো বেশ বিখ্যাত। সেই জন্য পুজোর বেশ কয়েক মাস আগে থেকেই ক্লাবগুলি অভিনব সব প্যান্ডেল তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। এই বছরও অন্যথা হয়নি। বর্তমানে কালনার বিভিন্ন জায়গায় জোরকদমে প্যান্ডেল তৈরির কাজ চলছে। এর মাঝেই কালনা নটরাজ ক্লাবের লক্ষাধিক টাকার প্যান্ডেলে আগুন লেগে গেল।
আরও পড়ুনঃ হাড়কাঁপুনি ঠান্ডায় কুয়াশার দাপট, জমে যাওয়ার অবস্থা! পরিস্থিতি দেখে জুবুথুবু ঝাড়গ্রামকে ‘মিনি দার্জিলিং’ বলছেন অনেকেই
জানা যাচ্ছে, এবারের সরস্বতী পুজোয় নটরাজ ক্লাবের প্যান্ডেলের মোট বাজেট ছিল প্রায় ৮ লক্ষ টাকা। এদিন ভোর চারটে নাগাদ হঠাৎ এলাকাবাসীরা দেখতে পান, নির্মীয়মাণ প্যান্ডেলে আগুন লেগে গিয়েছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন। তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
advertisement
advertisement
কালনার ক্লাবের নির্মীয়মাণ প্যান্ডেলে হঠাৎ কীভাবে আগুন লাগল সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্লাবের সদস্যদের মন ভারাক্রান্ত। কীভাবে এই ক্ষতি পূরণ হবে সেটাই এখন চিন্তার বিষয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 07, 2026 12:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: সরস্বতী পুজোর আগে বিরাট অঘটন! কালনার বিগ বাজেট প্যান্ডেলে আগুন, মাথায় হাত ক্লাবের সদস্যদের










