উল্লেখ্য, আরামবাগ , গোঘাট এলাকায় ব্যস্ত রাস্তার ধারে একাধিক স্কুল আছে। এইসব জায়গায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় পড়ুয়াদের। ফলে সন্তানদের যাতায়াত নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন থাকেন। তাই ট্রাফিক পুলিশ পড়ুয়াদের প্রথম নিরাপত্তার পাঠ দেওয়ায় খুশি তাঁরা। অন্যদিকে ট্রাফিক ওসি স্বরূপ নন্দী জানিয়েছেন, ‘বেহালায় দুর্ঘটনায় ঘটনার পরে মুখ্যমন্ত্রী সচেতনতার উপর জোর দিয়েছে। তাই আমরা পথ নিরাপত্তা নিয়ে সচেতন করছি। স্কুলে স্কুলে নিরাপত্তা নিয়ে পড়ুয়াদের সজাগ করা হচ্ছে।’স্কুলের পড়ুয়ারাদের বক্তব্য, ‘আমাদের বিদ্যালয়ে এসে প্রশাসনের আধিকারিকরা ট্রাফিকের নিয়ম কানুন নিয়ে ক্লাস নেন। কীভাবে রাস্তা পারাপার হতে হবে এবং বাইক থেকে বিভিন্ন গাড়ি চালাতে গেলে কি কি করতে হবে তা আমাদেরকে বোঝায়। এতে করে আমাদের অনেকটাই অভিজ্ঞতা বাড়ছে এবং উপকৃত হচ্ছি।
advertisement
আরও পড়ুন: বাসি মেখে রাখা আটা দিয়ে গুনে গুনে রুটি বানান? চরম সর্বনাশ! জ্যোতিষীর মত জানলে ভয় হবে
স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার দাস জানান, আমাদের স্কুল থেকে এই কর্মসূচি শুরু হওয়ায় আনন্দিত বোধ করছি। ট্রাফিক পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা এদিন এসে ছাত্র-ছাত্রীদের পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো। সকলেই চেষ্টা করব স্কুল কর্তৃপক্ষ থেকে প্রতি সপ্তাহে মেয়েদের এভাবে যদি পাঠ দেওয়া হয় রাস্তা পারাপার নিয়ে তাহলে হয়তো অনেকটাই উপকৃত হবে পড়ুয়ারা।
Suvojit Ghosh